আমার আমি

তোমার মাঝে আমি এমন কোন কিছু পাইনি যেটা আমাকে তোমার পাশে থেকে পথ চলায় সাহায্য করতো। আজ আছি এইতো বেশ নিজেকে তৈরি করে নিয়েছি অনেকটাই তোমার স্বপ্নের মত করে। আমি আসলেই এমন নিজেকে আজও কারো সাথে তুলনা করে জিততে পারি নাই।

>> কারনটা তোমার ভালোই জানা আছে আমি যে তাদের মত করে, অনুনয় বিনয়ের সাথে কাউকে তেল মেরে পথ চলতে পারিনা। আমি কি কোনদিন পারছি তোমার ওই স্বপ্নে দেখা মানুষটার মত মিথ্যে বলে তোমাকে রাতে ঘুম পাড়াতে। না কখনই এটা সম্ভব ছিলো না। বরং তুমি প্রতি রাতে চোখের জলে বালিশ ভিজিয়ে ঘুমাতে যেতে কারন আমি মিথ্যে আশ্বাসে তোমার জীবনে বালুচর তৈরি করতে পারি নাই।

কারন অনেক চাওয়র বিনিময়ে তোমাকে পাওয়া ছিলো আমার জীবনে। তোমাকে কখনও কোন কিছুর বিনিময়ে আমি হারাতে দিতে চাইতাম না আজও মন থেকে পারি নাই। কিন্তু তোমার চাওয়ার কাছে আমি বরাবরই ছিলাম অসহায়ের মত। তাইতো আজ তুমি আমি এক থেকেও বহু দূরে। আর হয়তো একসাথে বারান্দায় বসে আলাপ হবে না … দেখতে পাবো না তোমার ওই সারাদিনের রাগ জমানো অভিমানি মুখটি।

>>>>>>>>>

তবু ভালো থেকো … ভালো থেকো তুমি।
তোমার চাওয়ার সার্থকতায় আজ আমি পূর্ণ।
নাইবা হলো তোমার সাথে আর আমার দেখা
তবু জেনো ভুলে না যাই আমি এই আমার ভালোবাসা।
>>>>>
>>>>
আমার আমিতে এই আমি ভালো আছি তোমার মত করেই।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৯-০৩-২০১৭ | ১১:৪০ |

    কিছুটা বিরতির পর আপনার লিখা পুনরায় পড়তে পারলাম।
    ভালো লিখেছেন মি. রাসেল মিরাজ। ভালো থাকুন এই প্রত্যাশা করি। Smile

    GD Star Rating
    loading...
    • রাসেল মিরাজ : ২০-০৩-২০১৭ | ১৫:০৬ |

      ধন্যবাদ আপনাকেও,,,, কি লিখবো তাই ভেবে পাইনা আর আমি আপনাদের মত এত সুন্দর করে লেখা ইপস্থাপন করতেও পারিনা ,,, তবে আমি কিন্ত সব সময আপনাদের সকলের লেখা পড়ি ,, দোয়া করবেন

      GD Star Rating
      loading...
  2. আনু আনোয়ার : ১৯-০৩-২০১৭ | ১৩:১৪ |

    লিখাটি ভাল হয়েছে। গুছিয়ে লিখেছেন বলতে হবে। শুভেচ্ছা জানাই।

    GD Star Rating
    loading...
    • রাসেল মিরাজ : ২০-০৩-২০১৭ | ১৫:০৭ |

      ধন্যবাদ ,,,,,,,তবে আপনাদের মত গুছিযে লেখতে পারিনা, আর লেখার মত সময়ও পাইনা তেমন

      GD Star Rating
      loading...
  3. ফকির আবদুল মালেক : ১৯-০৩-২০১৭ | ১৪:২৩ |

    গুছানো ভাল লেখা। প্রত্যাশা বাড়িয়ে দিল আরও।
    ধন্যবাদ

    GD Star Rating
    loading...
    • রাসেল মিরাজ : ২০-০৩-২০১৭ | ১৫:০৮ |

      আপনাকেও ধন্যবাদ,,, আপনাদের লেখা আরো বেশী ভালো

      GD Star Rating
      loading...
  4. মোঃ খালিদ উমর : ১৯-০৩-২০১৭ | ১৯:৫৮ |

    বেশ রোমান্টিক লেখা!
    ধন্যবাদ!

    GD Star Rating
    loading...
  5. জিল্লুর রহমান : ১৯-০৩-২০১৭ | ২৩:১২ |

    ভালো লিখেছো রাসেল মিরাজ। তোমারে আবার কোন ভাইরাস ধরলো। লিখতে থাকো, সাথে আছি।

    GD Star Rating
    loading...
    • রাসেল মিরাজ : ২০-০৩-২০১৭ | ১৫:১১ |

      ভাই আয়না একবার ভেঙ্গেলে জোরা লাগালেও দাগটা কিন্তু থেকে যায় । এখন নিজেকে গুছিযে নিতে শিখে গেছি হয়তো কিন্তু ক্ষত স্থানের দাগটা এখনও রয়ে গেছে ,,, মাঝে মাঝে ব্যাথা অনুভুত হয় । দোয়া করবেন ভাই

      GD Star Rating
      loading...