পথ চেয়ে তার সন্ন্যাস যাপন,
বহুদিন পর ঘুণে ধরা মলিন স্বপ্নটাকে নতুন করে দেখা।
ঝরা পাতার শেষ প্রলোভন,
নির্লিপ্ত মন জুড়ে তার এক অজানা আবেগের প্রীতি মাখা।
তার কারণে দুঃখ দুঃখ খেলা,
নিজের কাছ থেকে নিজের প্রতিনিয়ত পালিয়ে বেড়ানো।
অশ্রুসব বারবার হারিয়ে ফেলা,
সহিষ্ণু মনকে তার জন্য অকারণ মায়াতে ভুল বোঝানো।
চেতনায়
ঘোলাটে রাত্রি জুড়ে মলিন স্বপ্নগুলোর
স্পর্ধা বাড়ে নক্ষত্রের নিষেধাজ্ঞা পেরিয়ে,
স্মৃতির ভাঙা ষ্টেশনে শুকনো পাতার হাহাকারে।
ধীরে ধীরে ফিরে আসা আবার সেই হিমেল পবনের;
যার আলতো পরশে উদাস চোখের পাতায় ক্লান্তি নামে না।
নিরব আধারের মঞ্চে বিষণ্ণতার সুর বাঁজে,
সুখের সোনালী বীণায়।
হাজার তারার ভীড়ে কিছু তারা খুঁজে না পাওয়া;
ভাবনার ক্যানভাসের