রানা চৌধুরী-এর ব্লগ

অতি সাধারণ একজন মানুষ। লেখক হিসেবে নবীন।

মা এখন বৃদ্ধাশ্রমে
মা এখন বৃদ্ধাশ্রমে
ষাট বছর পেরিয়েছে,
মা এখন বৃদ্ধাশ্রমে;
পেছনে ক্রন্দনরত সোনালী অতীত।
একটা সময় ছিল,
মায়ের স্নেহের খোকা মা মা বলে
সারা বাড়ি মাতিয়ে রাখতো।
বাবা বকলে মায়ের আঁচলে মুখ লুকাতো।
কেউ মারলে তবে নালিশ হতো-
“মা দেখ, ছোটন আমায় মেরেছে।”
স্কুলে যাবে না বলে
গোটা ডজন বায়না,
মায়ের কোলে মাথা রেখে ঘুমানোর পড়ুন
কবিতা | | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১২৪ বার দেখা | ১১৫ শব্দ ১টি ছবি