ওই যে দেখ আকাশের চাঁদ
কী মধুময় হাসি তার,
মায়ের কোলে অবুঝ শিশুও
চোখ ফিরায় না আর।
বন্ধু তোমার মুখখান সদাই
হাসি হাসি মুখ,
মন চায় দেখি সারাক্ষণ তা
পাই যে হৃদে সুখ।
কতোবার চাই ‘ভালোবাসি’
বলেই ফেলি আজ,
তবু কোথায় পারলাম নাতো
পাই গো খুবই লাজ।
অমাবস্যার রাত হয় যখন
চারদিক ঘন ঘোর,
হই মন মরা তাই সবাই কয়
কী হয়েছে ‘তোর’ ?
আবার যখন হবো একসাথ
বলব আমার সাধ,
তুমি যে মোর হৃদাকাশের
ওই সে সুন্দর চাঁদ।
.
স্বরবৃঞ্জঃ ৪+৪/৪+১
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
চাঁদের মত তুমি,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আবার যখন হবো একসাথ
বলব আমার সাধ,
তুমি যে মোর হৃদাকাশের
ওই সে সুন্দর চাঁদ।
loading...
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। ভালো থাকবেন সবসময়।
loading...