অক্ষরবৃত্ত ছন্দের নিখুঁতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ- কবি আলমগীর

আমরা সবাই জানি অক্ষরবৃত্ত ছন্দতে শব্দের প্রথমে ও মাঝখানে বদ্ধস্বর থাকলে একমাত্রা ধরতে হয়। হ্যাঁ এটাও সঠিক শিখেছি আমরা এবং সঠিক জেনেছি। তাহলে এখন আপনাদের প্রশ্ন;

কোরআন \ ইসলাম \ মসজিদ \ মুসলিম \ বাইবেল।
শব্দগুলো চারমাত্রা হয় কীভাবে? যদি শব্দের প্রথমে বদ্ধস্বর একমাত্রা ধরতে হয়।

এখানে শব্দগুলো চারমাত্রা এটাও সঠিক। শব্দের প্রথমে ও মাঝখানে বদ্ধস্বর একমাত্রা ধরতে হয় এটাও ঠিক। আমরা শিখেছি শব্দের প্রথমে ও মাঝখানে বদ্ধস্বর একমাত্রা ধরতে হয়, হ্যাঁ এটা আমরা সঠিক শিখেছি কিন্তু এটা আজও শিখেনি যে, কখন কোন সময় কোন শব্দগুলো শব্দের প্রথমে ও মাঝখানে একমাত্রা ধরতে হয়?

( ঃ ) – ( ৎ ) – ( ং ) এগুলো কখনো কোথায় মাত্রা ধরা যায় না এবং কোথায় ধরতে হবে? কবিতা লিখার পূর্বে এই বিষয়ে সবার জানা থাকা অত্যন্ত জরুরী।

আজকের বিষয় খুবই খুবই গুরুত্বপূর্ণ কষ্ট হলেও একটু বুঝার চেষ্টা করবেন সবাই। আমরা যেটা শিখেছি তা হলো বদ্ধস্বর শব্দের প্রথমে ও শব্দের মাঝখানে থাকলে একমাত্রা ধরতে হবে।
মনটা – অক্ষরবৃত্ত ছন্দোতে তিনমাত্রা।
অথচ – মনটা শব্দটিতে শব্দের প্রথমেই বদ্ধস্বর।
তাহলে রহস্যটা কি এই হলো আজকের ক্লাস
মনটা – শব্দটিতে রয়েছে তিনটি বর্ণ – দুইটি অক্ষর যেমন –
মনটা \ উচ্চারণ ( মন+টা )
মন – একটি অক্ষর \ এবং এই অক্ষরের নাম বদ্ধস্বর।
টা – একটি অক্ষর \ এবং এই অক্ষরের নাম মুক্তস্বর মন+টা
মন – বদ্ধস্বর হলো কেনো?
টা – মুক্তস্বর হলো কেনো?
যে শব্দটি দুইটি বর্ণ দ্বারা গঠিত হবে সে শব্দটির নাম বদ্ধস্বর হবে।
যে শব্দটি একটি বর্ণ দ্বারা গঠিত হবে সে শব্দটি মুক্তস্বর হবে।
মন+টা
মন – বদ্ধস্বর হলো কেনো?
টা – মুক্তস্বর হলো কেনো?

কারণ –
মন – অক্ষরে দুইটি বর্ণ তাই বদ্ধস্বর
টা – অক্ষরে একটি বর্ণ তাই মুক্তস্বর।
এবার আপনাদের প্রশ্ন আসতে পারে।

তাহলে তো ( মনটা ) শব্দটি দুই মাত্রা হবার কথা
শক্তি – শব্দটিতে রয়েছে তিনটি বর্ণ \ দুইটি অক্ষর –
উচ্চারণ – শক+তি
শক্তি – শব্দটিতে শব্দের প্রথমে বদ্ধস্বর রয়েছে
যেমন – ( শক + তি )
শক – শব্দের প্রথমে বদ্ধস্বর একমাত্রা ধরতে হবে এবং বাধ্যতামূলক।
এবার আপনাদের প্রশ্ন আসতে পারে।
তাহলে ( মনটা ) শব্দের প্রথমেও তো বদ্ধস্বর রয়েছে এখানে বদ্ধস্বর শব্দের প্রথমে দুইমাত্রা হচ্ছে কেনো?
শক্তি দুই মাত্রা।
শক – শব্দের প্রথমে বদ্ধস্বর একমাত্রা
তি – মুক্তস্বর সবসময়ই একমাত্রা।
মনটা – শক্তি
এখানে রয়েছে দুইটি শব্দ।
এবং দুইটি শব্দই সমান বর্ণ দ্বারা গঠিত।
মন+টা \ শক+তি
এখানে দেখতেই পারছেন দুইটি শব্দের প্রথমে বদ্ধস্বর রয়েছে।
একটি শব্দের প্রথম বদ্ধস্বর দুইমাত্রা
আরেকটি শব্দের প্রথম বদ্ধস্বর একমাত্রা।

কিন্তু কেনো?
শব্দের প্রথম বদ্ধস্বর টা যদি যুক্তবর্ণ দ্বারা গঠিত হয়। সেক্ষেত্রে শব্দের প্রথম বদ্ধস্বর একমাত্রা ধরা আবশ্যক। শব্দের প্রথম বদ্ধস্বর যদি যুক্ত বর্ণহীন হয়। সেক্ষেত্রে শব্দের প্রথম বদ্ধস্বর দুইমাত্রা ধরা আবশ্যক।
যেমন –
মনটা – শব্দের প্রথমে বদ্ধস্বর রয়েছে ঠিক, কিন্তু যুক্তবর্ণ নাই সেজন্য শব্দের প্রথমের বদ্ধস্বর হয়েও দুইমাত্রা ধরতে হচ্ছে।
শক্তি – শক+তি
শব্দের প্রথমে বদ্ধস্বর রয়েছে কিন্তু এই বদ্ধস্বর যুক্তবর্ণ হওয়ায় শব্দের প্রথমে বদ্ধস্বর একমাত্রা হচ্ছে।

এবার বাকি থাকলো শব্দের মাঝখানে কীভাবে
অশক্তি – উচ্চারণ \ অ+শক+তি
অশক্তি – উচ্চারণ \ অ+শক+তি
অ শক তি
এখানে শব্দের মাঝখানে একটি বদ্ধস্বর রয়েছে এবং সে বদ্ধস্বর যুক্ত বর্ণ হওয়ার একমাত্রা ধরতে হবে।

ইসলাম শব্দটির উচ্চারণ \ ইস – লাম
শব্দের প্রথমে বদ্ধস্বর কিন্তু যুক্তবর্ণহীন হওয়ায় শব্দের প্রথমের বদ্ধস্বর হয়েও দুইমাত্রা ধরতে হচ্ছে।
-( ং ) ( ৎ ) ( ঃ ) এগুলো শব্দের মাঝখানে থাকলে মাত্রা হিসেবে গণনা হবে না।
যেমন-
অংশ – দুইমাত্রা গণনা হবে
সৎকর্ম – তিনমাত্রা গণনা হবে।
দুঃখ – দুইমাত্রা গণনা হবে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৪-০৬-২০২১ | ১১:৫০ |

    আলোচিত বিষয়টি জানা তো দূরের কথা অনেক প্রিয় পাঠকেরও সম্ভবত অজানা হয়ে থাকবে। বিষয়ের লিখাটি অনেককেই সাহিত্যের শুদ্ধ চর্চায় সহজতর করবে। শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. দীপঙ্কর বেরা : ০৪-০৬-২০২১ | ২২:৩৯ |

    জানলাম 

    GD Star Rating
    loading...
  3. আলমগীর সরকার লিটন : ০৫-০৬-২০২১ | ৯:৩৬ |

    অক্ষরবৃত্ত মানেই মাত্রা চলে আসবে খুব সুন্দর বিশ্লেষন করেছেন কবি দা

    GD Star Rating
    loading...
  4. ফকির আবদুল মালেক : ০৬-০৬-২০২১ | ১৪:৪৬ |

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...