সুসময়ের অনেক বন্ধু
দুধের মাছির মত,
অসময়ে রয় না পাশে
দূরে সরে তত।
পৃথিবীতে ঘটছে এমন
দেখি দিনে রাতে,
সুদিনে রয় কাছাকাছি
সতত রয় সাথে।
প্রবাদ আছে সুসময়ে
বন্ধু তোমার হবে,
যখন তবে মন্দ সময়
দূরে দূরে রবে।
ভ্রমর যবে বাগানে পায়
কুসুম কলির গন্ধ,
মধু পেতে পাগলপারা
হয় সে তখন অন্ধ।
বন্ধু আসল তব কান্নায়
অশ্রু জলে ভাসে,
তোমার সুখে খুবই খুশি
শান্তি বানে হাসে।
.
স্বরবৃত্তঃ ৪+৪ / ৪+২
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অপরূপ কাব্য ভাবনা
loading...
অসংখ্য ধন্যবাদ কবি। ভালো থাকুন।


loading...
আপনার সঠিক মাত্রায় ও ছন্দে লেখা কবিতা বেশ ভালো লাগে আমার। উপভোগ করি শব্দের সৌন্দর্য।
শুভকামনা রইল।
loading...
কবিতায় অনুভবের চমৎকার সন্নিবেশন। একরাশ শুভেচ্ছা রইলো কবি।
loading...