নেই আনন্দ নেই যে হর্ষ
এসেছে ফের নতুন বর্ষ;
চারিদিকে করোনার ডর
আসে কভু বৈশাখী ঝড়।
মাস্কটি পরে সবাই চলে
রাস্তা ঘাটে দলে দলে।
মুখ সকলের কী বিমর্ষ
এসেছে ফের নতুন বর্ষ;
আম্র কানন গন্ধে ভরা,
মৌমৌ গন্ধ আকুল করা।
গা ছুঁয়ো না, রহো দূরে
একি দশা দেশটি জুড়ে।
লকডাউনে দেশটি অচল
খুশি সবার হয় রসাতল;
নাহি উৎসব না সমাবেশ
হয়েছে শেষ সুখের রেশ।
কবে তবে ফিরবে সুদিন
হেসে খেলে আবার রঙিন।
.
স্বরবৃত্তঃ ৪+৪ / ৪+৪
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কবে তবে ফিরবে সুদিন
… হেসে খেলে আবার রঙিন। __ আমরা আসলেই উৎকণ্ঠায় আছি।
loading...
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। ভালো থাকুন।


loading...
দারুন ছন্দে বলছো ভাই
করোনা ভয়ে আছি সবাই
কবে তবে ফিরবে রঙিন
হেসে খেলে আবার সুদিন!

loading...
খুব সুন্দর উপস্থাপন,
loading...