জেগে উঠুক প্রাণে নব সূর্য কিরণ

8680

বৈশাখী ঝড় কখনো বা অতি বৃষ্টি
খরা করে গেল নষ্ট কত ফসল;
বদলে গেল কত যে জীবনের কুষ্ঠি
দগ্ধ করলো প্রাণ বারুদ অনল।

কত যন্ত্রণা শঙ্কা বাংলার ঘরে ঘরে
ধ্বনিত আহাজারি আর বিলাপ;
তবু যেন এই বাংলার মানুষ পারে
করে হজম, চলে প্রেম সংলাপ।

লঞ্চডুবি অহরহ দুর্ঘটনা পথে ঘাটে
রয় ভারাক্রান্ত দু’চোখ সজল;
গুম হত্যা ঔদ্ধত্য প্রতারণা বিভ্রাটে
প্রাণ স্পন্দন থেমে হয় অচল।

এসেছে আবারও ফিরে নূতন বছর
সবার কাঙ্ক্ষিত পহেলা বৈশাখ;
ছোঁড়ে ফেলি ভুলি অতীত কষ্ট প্রহর
হোক নির্বাণ হৃদয়ে জমা আগ।

চারিদিকে কত আনন্দ হৈ-হুল্লোড়
উৎসবে মেতেছে গোটা দেশ;
বর্ণিল সাজে কি মমতা প্রেম ডোর
উচ্ছ্বসিত সবি স্ফূর্তি আবেশ।

জেগে উঠুক প্রাণে নব সূর্য কিরণ
অপ্রাপ্তি ভুলে খুশীর উন্মোচন;
আর নয় হিংসা, কলহ, রক্ত ক্ষরণ
জমে উঠুক সবে মমতা বন্ধন।

নববর্ষের শুভেচ্ছা

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৪-০৪-২০২১ | ৮:৩১ |

    জেগে উঠুক প্রাণে নব সূর্য কিরণ
    অপ্রাপ্তি ভুলে খুশীর উন্মোচন;
    আর নয় হিংসা, কলহ, রক্ত ক্ষরণ
    জমে উঠুক সবে মমতা বন্ধন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ১৪-০৪-২০২১ | ১০:০৭ |

    অনন্য  উপস্থাপনা।
    নববর্ষের শুভেচ্ছা রইলো।

     

    GD Star Rating
    loading...