দেশটা নয় যে কারো চাচার
নয় গো একার এদেশ,
স্বাধীন হয়ে আছি যেথায়
নাই কো হিংসা ও দ্বেষ।
গায়ের শক্তি চলছে দেশে
যেনো দেশটা তাদের,
এদেশখানি একাত্তরে
রক্ত ঝরলো যাদের।
কতো কষ্টে আনছে টাকা
জন সাধা-রণে,
কায়দা করে ঘুষটি নিচ্ছে
অসাধু কয় জনে।
যারা হায় গো চাইছে এখন
রঙিন টাকা কিছু,
আর দিও না টাকা ওদের
টেনে আনো নিচু।
দেশ হয়েছে স্বাধীন আজি
চলো দেশটা গড়ি,
খাচ্ছে লুটে যারা এদেশ
তাদের আনো ধরি।
.
ঠোঁট মুক্ত ছন্দ
স্বরবৃত্তঃ ৪+৪ / ৪+২
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
দেশ হয়েছে স্বাধীন আজি
চলো দেশটা গড়ি,
খাচ্ছে লুটে যারা এদেশ
তাদের আনো ধরি।
____ সময়ের দাবী।
loading...
অনন্য প্রকাশ
loading...