তুমি যে মোদের জাতির জনক
তোমার জন্ম দিন,
রইবে গো তুমি হৃদয়ে সতত
মুছবে না কোনোদিন।
শিমুল পলাশে লাল চারিদিক
সেজেছে তাই যে ধরা,
জন্মদিনেতে প্রকৃতিও যেনো
রঙিন আবিরে ভরা।
দেশের সেবায় ছেলেবেলা থেকে
ছিলে গরিবের পাশে,
দিন মজুর বা গাঁয়ের কৃষাণ
আজো আনন্দে হাসে।
পাক সেনাদের নির্মমতায়
হারিয়েছি শত প্রাণ,
তুমি না হলে যে মুক্ত হতো না
সোনার এদেশখান।
সতেরো মার্চে এসেছিলে তুমি
এই পৃথিবীর বুকে,
তাই যে আমরা স্বাধীন আজকে
আছি গো পরম সুখে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
শেখ মুজিবের জন্মদিনে,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সতেরো মার্চে এসেছিলে তুমি
এই পৃথিবীর বুকে,
তাই যে আমরা স্বাধীন আজকে
আছি গো পরম সুখে।
loading...