ওগো নবী তব ছবি মনোকোণে রাখি
সদা তাই ক্ষণ পাই হৃদে মোরা ডাকি;
তুমি আলো হৃদে জ্বালো প্রতি দিন-রাত
আমি ভাবি তুমি চাবি আছো মোর সাথ।
স্বপ্নে আঁকি তুমি সাকি সদা থেকো মনে
তব তুল নহে ভুল কেবা এ কাননে ?
তুমি যদি নিরবধি মোর সনে থাকো
ভুল কভু নাহি তবু মন্দ হবে নাকো।
মরুদেশে রাজ বেশে এলে তুমি যবে
ফুল ফুটে কালি টুটে খুশি হলো সবে;
দুষ্ট মনে ক্ষণে ক্ষণে আলো জ্বলে তাই
মন্দ প্রথা ছিলো তথা কিছু আজ নাই।
তুমি সেরা ছায়া ঘেরা শান্তির বাহক
মিথ্যে যতো হলো গত তুমি যে ধারক;
সে দূরান্তে মরু প্রান্তে মুখে তব নাম
ছায়াতলে এলো দলে যারা ছিলো বাম।
সৃষ্টিকুল নহে ভুল সব কিছু তাঁরি
যদি পাপ লাগে তাপ সাজা হবে ভারি;
শিষ্টাচার সে সবার হতে হবে ভালো
তাই যেনো সবে মেনো জ্বলে হৃদে আলো।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সৃষ্টিকুল নহে ভুল সব কিছু তাঁরি
যদি পাপ লাগে তাপ সাজা হবে ভারি;
শিষ্টাচার সে সবার হতে হবে ভালো
তাই যেনো সবে মেনো জ্বলে হৃদে আলো।
loading...
নিপুনতায় ভরপুর সুনীলবর্ণ চয়ন
loading...