এই দুনিয়ায় রাহাজানি
লেগেই আছে হানাহানি
চারিদিকে দেখি,
পরের ভালো দেখলে পরে
জ্বলে পুড়ে যায় যে মরে
কেনো এমন সেকি !
এই ভবেতে অনেক আছে
দিন এনে সে দিনে বাঁচে
কেবা রাখে সে খোঁজ,
এসব খবর কাগজে পাই
ধুঁকে মরে জানি সবাই
দেখি সে যে হর রোজ।
বন্ধু ভাবি যখন যারে
টানি মোরা বুকে তারে
দেয় যে শেষে ফাঁকি,
যতো সময় গড়িয়ে যায়
স্বার্থ খুঁজে শুধু যে হায়
ঝরে তখন আঁখি।
কথা বলে মধুর স্বরে
উনিশ বিশ সে হলেই পরে
চিনতে তারে পারি,
তখন আর যে রয় না মানুষ
হারিয়ে তার মানবিক হঁশ
হয় সে নির্দয় ভারি।
স্বরবৃত্ত: ৪+৪ / ৪+৪ / ৪+২
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
আজব দুনিয়া,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
খুব আকর্ষণীয় লেখা ।
loading...
বন্ধু ভাবি যখন যারে
টানি মোরা বুকে তারে
দেয় যে শেষে ফাঁকি,
যতো সময় গড়িয়ে যায়
স্বার্থ খুঁজে শুধু যে হায়
ঝরে তখন আঁখি।
loading...
বেশ ছন্দময় কবি দা
loading...