বৈশাখ তুমি দুঃসময়ে এলে

আবারো এসেছে ফিরে ‘নববর্ষ’ ঘুরে ফিরে
হাজারো স্বপ্ন সকল হৃদয় বুকে
যত দুঃখ কষ্ট ব্যর্থতা গ্লানি
চলো ধুয়ে মুছে তাকে
নতুন কেতন উড়িয়ে, নিই সবে বরণ করে।

এ বৈশাখে সড়কে প্রান্তরে নেই সে উৎসব
তবু এসেছো মুমূর্ষকে জাগাবে বলে
এবার পণ্য মেলা, প্রভাতী গান
হয়নি ঐ রমনার বটমূলে
আতঙ্কে মানুষ, করোনার ভয়ে সুনসান সব।

বৈশাখ তুমি দুঃসময়ে এলে তবু করব বরণ
নাই বা খেলাম এবার ঐ পান্তা ইলিশ
নাই বা জুটলো গরীবের নুন পান্তা
পুড়া-মরিচ আলুভর্তা নিরামিষ
গৃহে বন্দী তবু করব নতুন বছর উদযাপন।

যদিও আমরা এখন বন্দী ঘরে, হয়তঃ পরে
তোমায় পারবো দিতে উষ্ণ সম্ভাষণ
আবার হবে জ্বলজ্বল ভর্তা দুপুর
দল বেঁধে সবে গাইবো গান
ফিরবে প্রাণে উত্তাপ, আবার আসিলে ফিরে।

এসেছো শুধু তুমি, আসেনি তো বৈশাখী ঝড়
তবু গোটা বিশ্বটাই ল্ন্ডভন্ড যেন
ক্ষুদ্র এক করোনা ভাইরাসে
যাকে দেখি নি কখনো
তাই তো জনবিরল গ্রাম শহর, মনে ভয় ডর।

সকল জীবন ঢের আনন্দ খুশিতে ভরে উঠুক
সকল পাপ আবর্জনা উপড়ে ফেলে
অশ্রুবাস্প হুতাশা দূরে ঠেলে
সকল নিগড় ভেঙ্গে ফেলে
আলোক বর্তিকা হয়েই, ১লা বৈশাখ ফিরুক।

১লা বৈশাখ, ১৪২৭ / April 14,2020

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. ইসিয়াক : ১৫-০৪-২০২০ | ১০:৪৯ |

    কবিতায় ভালো লাগা । https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    শুভ নববর্ষ

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ১৮-০৪-২০২০ | ৭:১২ |

    বৈশাখ তুমি দুঃসময়ে এলেও করেছি বরণ। শুভ নববর্ষ কবি মি. সাইদুর রহমান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...