এ জগত সমুদ্রের সৈকতে

এ জগত সমুদ্রের সৈকতে
অস্তিত্বের প্রকাশ যেন চমকাতে চমকাতে;
অন্তরে স্বপ্ন জাগে সন্তর্পণে
ভরে উঠে জীবন অলংকারে, গানে গানে।

হাজারো বন্ধন বাঁধনে জড়ায়
লাগে কই মুহূর্ত সময়ে সবই হারিয়ে যায়;
শত বিচিত্র বৈচিত্র্যে ধাবমান
আয়োজন প্রচেষ্ঠা হৈহুল্লোড় শেষে প্রস্থান।

মাথায় বিশাল মুক্ত আকাশ
শেষে আনকা দুর্বিপাক, পতন, দীর্ঘশ্বাস;
গগনের পেট চিড়ে বজ্রাঘাত
বৃক্ষ উঁচু উঁচু, খিলখিল হাসি দৈবাৎ কাত।

হৃদয় বুকে যত শত আঁকিবুঁকি
প্রেমপত্র স্বপ্ন ছবি সবই যেন তবে ফাঁকি।
ডুবে বিকেলে সোনার লাল বল
বাহুবল ঔদ্ধত্য গর্ব সবই ছিল নিছক ছল।

বেড়ে উঠলে মায়ের কোলে পিঠে
আবারও আটকা চিরতরে বদ্ধ প্রকোষ্ঠে।
যতই পথ অতিক্রান্ত, দূর বহুদূর
হতেই হবে বন্দী, যেথা আঁধার ঘন ঘোর।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৩-০২-২০১৯ | ১৪:০৪ |

    কবিতায় ছন্দের খেলা বিদ্যমান থাকলে আমার ভীষণ ভালো লাগে।

    আজকের লিখাটিও অসাধারণ হয়েছে প্রিয় কবি মি. সাইদুর রহমান। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ০৩-০২-২০১৯ | ১৮:৫৬ |

    এক সময় আপনার লেখা প্রায় নিয়মিত পড়তে পারতাম। এখন পাই না।

    আপনার কবিতার প্রতি অনেক অনেক ভাললাগা জানালাম কবি দা। Smile

    GD Star Rating
    loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ০৩-০২-২০১৯ | ১৯:০৮ |

    ভীষণ সুন্দর হয়েছে কবিতাটি কবি সাইদুর ভাই। সালাম।
    আরও নিয়মিত ভাবে আপনার লিখা পড়তে চাই। এটাই দাবী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  4. শাকিলা তুবা : ০৩-০২-২০১৯ | ২১:৩১ |

    ভালো মানের কবিতা। আপনার লিখা আগেও পড়েছি আমি।

    GD Star Rating
    loading...
  5. সুমন আহমেদ : ০৩-০২-২০১৯ | ২২:৪৪ |

    অনেক সুন্দর।

    GD Star Rating
    loading...