মে দিবসে

মে দিবসে

ঐ দ্যাখো ঐ সুরম্য অট্টালিকা
আজিকার সভ্যতার প্রতীক
বিত্তের কত আনন্দ হিরিক
ছিটকে পড়ছে সে অহমিকা।

যাদের শ্রম, এ সৃষ্টির পেছনে
লেগে আছে ঘাম প্রতিটি ইটে
ভাঁজে ভাঁজে, তাদের রক্ত ফেটে
জমেছে শিশির চোখের কোণে।

কি করুণ, তাদের ভাগ্য শেষে
পৃথিবীর চাকা ঘুরায় যারা
এ সভ্যতার প্রকৌশলী তারা
কাটে দিন অবহেলায় ভেসে।

যাদের শ্রমে পেয়েছি সকাল
অগ্নি খরায় ঝরিয়েছে ঘাম
কষ্ট শ্রমের পেলো না দাম
রক্ত বেচেও আজ সে কাঙ্গাল।

করি পণ, আমরা শ্রমিক যত
নয় সে রক্ত খেলা ছিনিমিনি
নয় আর এ ধনী গরীব শ্রেণী
রক্তে গড়ি দেশ আরো উন্নত।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০১-০৫-২০১৮ | ১১:৫২ |

    মে' দিবসের অঙ্গিকার বাস্তবায়িত হোক।

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ০১-০৫-২০১৮ | ২২:৩৩ |

    মে দিবসের শুভেচ্ছা জানুন কবি'দা।

    GD Star Rating
    loading...