ফুটতো ফুল এ হৃদয় বনে

ফুটতো ফুল এ হৃদয় বনে

তুমি কি বাড়িয়ে দেবে হাত দু’টো
পথ চলতে বড় ভয় হয়;
যদি পাই তোমার প্রেম এক মুঠো
হতেম যেন অকুতোভয়।
যদি তোমায় পাই আমার পথসাথি
পাড়ি দিতেম ভব পাথার;
করতেম জয় দুর্জয় ঐ আঁধার রাতি
নিরোধ গড়ে সাধ্য কার।
পাথরে সরিয়ে ছুটবো দূর দিগন্তে
আনবো প্রশান্তি কেড়ে;
যাবো সাঁতরে দুখ সাগরের প্রান্তে
স্বর্গসুখের ঐ প্রেম নীড়ে।
যেখানে নেই ভালোবাসার আকাল
শুধু বয় প্রেমসুর লহরী;
যেথা নেই যুদ্ধ আর তলোয়ার ঢাল
নীরব ক্রন্দন আহাজারি।
পাখিদের মত যেতাম উড়ে গগনে
মিতালী হতো তারার সনে;
মিটিমিটি হাসে যারা খুশীর প্লাবনে
ফুটতো ফুল এ হৃদয় বনে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৪-০৫-২০১৮ | ৯:৩১ |

    "পাথরে সরিয়ে ছুটবো দূর দিগন্তে
    আনবো প্রশান্তি কেড়ে;
    যাবো সাঁতরে দুখ সাগরের প্রান্তে
    স্বর্গসুখের ঐ প্রেম নীড়ে।"

    ___ এটাই মোদ্দা কথা প্রিয় কবি। ভালো থাকুন। ভালো রাখুন। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ০৪-০৫-২০১৮ | ১৫:১৮ |

    সরল একটি লেখা। মুগ্ধতা রাখছি দাদা।

    GD Star Rating
    loading...