বিজয়োত্তর দিনে
এ বিজয় স্বাধীনতা লাখো শহীদের রক্তস্নাতে
হায়েনা শাসকদের শোষণ নিপীড়ন
দুঃশাসন কুহেলিকার উচ্ছেদ সাধন
সোনার বাংলা আমার আজ বিশ্বের মানচিত্রে।
শিশিরে ভেজা এ আমার দেশের মাটির বুকে
প্রভাতী রবির কি আলোর ঝিলিমিলি
নারী পুরুয় শিশু করছে আনন্দ কেলী
খুশীতে সজল চোখ, ভাষাও নেই কারো মুখে।
অসহ জ্বালা, নয়টি মাসের জঠর-যন্ত্রণা শেষে
জনম নিলো এদিনে, সোনার দেশখানি
যত শোষণ বঞ্চনা গঞ্জনার সমাপ্তি টানি
বাঙালি জাতির কাঙ্খিত মাহেন্দ্রক্ষণ অবশেষে।
জাতির জনক মুজিবের ডাক সেকি বজ্র নিনাদ
কেঁপে উঠেছিল নরপশু জল্লাদ দরবার
রক্ত ঘাম ঝরানো সংগ্রামে সে ছারখার
দ্যাখো ঐ সবুজ লাল পতাকা উড়ছে পতপত।
যে স্বপ্ন, আশা বাসা বেঁধেছিল, বাংলার মানুষে
থাকবে না ভেদাভেদ ধনী আর গরিবে
সুখী সমৃদ্ধ দেশটি গড়বো আমরা সবে
এই হোক আমাদের পণ, প্রতিটি বিজয় দিবসে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
'যে স্বপ্ন, আশা বাসা বেঁধেছিল, বাংলার মানুষে
থাকবে না ভেদাভেদ ধনী আর গরিবে
সুখী সমৃদ্ধ দেশটি গড়বো আমরা সবে
এই হোক আমাদের পণ, প্রতিটি বিজয় দিবসে।'
বিজয়োত্তর দিনে এই প্রার্থনাই থাক। শুভেচ্ছা জানবেন প্রিয় কবি।
loading...
বিজয় দিনের শুভেচ্ছা নিন কবি দা।
loading...