প্রতিবিম্ব তুমি
ভেসে ভেসে চলছি বাতাসে
ছুটছি, কখনো বা ঐ সে আকাশ পথে;
তুমি যেন আমার পাশাপাশি
বড় কাছাকাছি আমার প্রতিটি গ্রন্থিতে;
খুব ভালোবাসো আমাকে তুমি
কখনো মনে হয় সত্যি কি ভালোবাসো;
হয়তঃ বা নিতান্ত গবেট ভাবো
করো উপহাস, কখনো বা শুধুই হাসো;
অভিমানে চলে যেতে চাও দূরে
সাধ্য নেই তোমার, কোথাও পালাবার;
যেন রেগে আছো বড্ড চুপচাপ
তবুও দাঁড়িয়ে মুখোমুখি ভয় হারাবার।
তপ্ত ঐ দুপুরে খেটে মরি মাঠে
অভুক্ত ঘর্মাক্ত, কখনো বা ঝড় আসে;
চেয়ে দ্যাখি তুমিও কি অবসন্ন
অবনত দৃষ্টিতে দাঁড়িয়ে আমার পাশে।
কাটছি সাঁতার এ জীবন সমুদ্রে
তুমিও দিয়েছ যেন একই সাথে ঝাঁপ;
ছেড়ে যেতে হবে একদা পৃথিবী
তুমিও কি সঙ্গী হবে ছুঁড়ে ফেলে সবি ?
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
'কাটছি সাঁতার এ জীবন সমুদ্রে
তুমিও দিয়েছ যেন একই সাথে ঝাঁপ;
ছেড়ে যেতে হবে একদা পৃথিবী
তুমিও কি সঙ্গী হবে ছুঁড়ে ফেলে সবি ?'
___ পৃথিবীতে আমরা সবাই একাকী। আমাদের একক লড়াই। শুভেচ্ছা প্রিয় কবি।
loading...
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী।
loading...
কবিতার নিগুঢ় প্রতিবিম্ব ভাল লাগলো কবি
loading...
অনেক অনেক ধন্যবাদ ভাই জাহিদ অনিক। শুভ কামনা রইলো।
loading...
মুগ্ধ হলেম৷ সুন্দর৷
loading...