তা কম কিসে

তা কম কিসে

কতই না ব্যতিব্যস্ত আমরা আজ
প্রতিদিন ঘুম থেকে উঠেই ভাবি
সংসারের দায় দায়িত্ব, কর্ম সবি
যতটুকু সারি, তেড়ে আসে সাঁজ।

কই পারি যাই প্রতিনিয়ত এড়িয়ে
যন্ত্রের মতো এক রবোটের মতো
চাই ঢেলে দিতে প্রেম মমতা শত
ছুটি দিকবিদিক নশ্বর এই বলয়ে।

যেথায় সততই ডুবন্ত ওরা কান্নায়
থাকছেই, ঐ ভাঙ্গা রুগ্ন চারিপাশ
পাশাপাশি যদিও, করছি সহবাস
কই ঘুচে কষ্টরা গিলে খেতে চায়।

দুঃসময়ে, কলমখানি মুচকি হাসে
বসে লাগালাগি কিছু লিখবে বলে
অস্থির হৃদয়, শান্তিতে ভরে গেলে
আবারো যেন মুমূর্ষু তা কম কিসে।

দ্যাখো, মুক্ত নীল আকাশের নীচে
হাহাকার প্রাণ কেঁদে কেঁদে ঘুমায়
জাগে হাহুতাশ কত যন্ত্রণা জ্বালায়
বৃক্ষও বোবা কেমন দাঁড়িয়ে আছে।

কতটুকুই আর পারে, ধরার মানুষ
নুন আনতেই যাদের পান্তা ফুরায়
যেন সে কলম পারে, একটু ভুলায়
ঢেকে রাখে নিয়তির উল্লাসী দোষ।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২০-১২-২০১৭ | ১৯:৫২ |

    লিখার পংক্তি মিল আমার কাছে অসাধারণ লাগে মি. সাইদুর রহমান। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ২০-১২-২০১৭ | ১৯:৫৪ |

    আপনার জন্য শুভেচ্ছা রাখি কবি দা। ভাল থাকুন।

    GD Star Rating
    loading...
  3. এস. এম. কামরুল আহসান : ২১-১২-২০১৭ | ২০:৩২ |

    জীবনবোধ নিয়ে লেখা কবিতা অনেক কিছুই বলতে চেয়েছে৷ বলব 'তা কম কিসে' 

    লেখা সার্থক হয়ছে৷

    GD Star Rating
    loading...