তারা কতটুকু চেয়েছিল
তারা কতটুকু চেয়েছিল তোমার কাছে
এক মুঠো ভাত খাবে
সঙ্গে এক লঙ্কা হবে
হয় হোক ঘর জীর্ণ
হোক সবুজ বির্বণ
এমন তো নয় নিঃস্ব তুমি, সবই আছে।
কতটুকুই বা ছিল তাদের আবদার
না সুরম্য অট্টালিকা
ধন জন্মে অহমিকা
পেতে এক প্রিয়জন
দিতে প্রেম তন মন
তুমিই তো দাও সবারে কত অবতার।
তোমার মাঝেও যেন কেমন এ বৈষম্য
কেউ পায় গোলা ভরে
বাঁচে কেউ ভিক্ষা করে
শ্বাস তবে দীর্ঘশ্বাস
কারো শান্তি বারো মাস
রত্ন ভাণ্ডার সবি তোমার, তবু এ কার্পণ্য।
রচনা:২০১৩
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
রাষ্ট্র প্রদত্ত মৌলিক অধিকার এবং ন্যায্য অধিকারের বাইরে মানুষ মূলত কিছু চায়না।
কখনও চাইবেও না। দাবি চিরকাল যেন দাবি’র ঘরেই বন্দি হয়ে আছে। এটাই দুঃখজনক।
loading...