বুঝে গেছি

বুঝে গেছি

আর্ট কলেজের বারান্দাটায় দাঁড়িয়ে
দ্যাখি আর ভাবি, বৃক্ষ ডাল পালায়;
লাল সবুজ পাখি এক, যাচ্ছে গেয়ে
মূর্খ আমি, নেই জ্ঞান কাব্য কলায়।

কত উজ্জ্বল, বাঙালি নবীন সন্তানেরা
বাংলার কাননে যেন ফুটন্ত গোলাপ
কথা বলে তার চিত্রকলা, অর্থে ভরা
আর নামে কবিতা লিখি বকি প্রলাপ।

ওদের তুলিতে আছে, একি সে যাদু
মগজে তাদের যেন মেধা আর মেধা;
আঁকে তরতাজা ফল, আপেল, কদু
ঐ সিংহ বাঘ এই বুঝি মারবে থাবা।

আসলেই মূর্খ আমি, কে বলে লেখক
লিখি বনানীর কথা মনের দুঃখ কথা;
পাখিরা গায়, কই পারি আঁকি পালক
সাধ্য নেই আঁকি মানুষের অশ্রু ব্যথা।

বুঝে গেছি, কিচ্ছু যেন আর হবে না
এই লেখালিখি, যতসব এ আঁকিবুঁকি
মিছিমিছি, মৃত সবি, আমার কল্পনা
সত্যটি গেয়ে গেয়ে তাই উড়ছে পাখি।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৪-০৬-২০১৭ | ১২:৩৪ |

    নিজের সাথে নিজেরই আলাপন। সুন্দর। ___ অভিনন্দন মি. সাইদুর রহমান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. সাইয়িদ রফিকুল হক : ২৫-০৬-২০১৭ | ১৮:০৯ |

    পৃথিবীতে কোনোকিছুই অনর্থক নয়।
    শুভকামনা বন্ধু।

    GD Star Rating
    loading...
  3. মামুনুর রশিদ : ২৬-০৬-২০১৭ | ১৪:১০ |

    খুউব সুন্দর!

    GD Star Rating
    loading...