আমার এ চোখের ফ্রেমে
ফ্রেমে বাঁধানো সুন্দর ছবি
দেখি, নিয়তই পাই ধোঁকা;
ঐ সবুজ মাঠ, দীপ্ত রবি
আমি তবে আহাম্মক বোকা ?
ঐ যে মাতাল সমুদ্র ঢেউ
যেন যৌবনের চঞ্চলতা;
আড়ালে আবার হাসে কেউ
দেখে পুষ্প অলির সখ্যতা।
শিশির ঘাসে দারুণ প্রেম
ঘুরে প্রজাপতি বাগে বাগে;
আজগুবি লাগে ঐ সে ফ্রেম
ঝর্ণা বয় কল কল রাগে।
আমার এ চোখের ফ্রেমে
আছে বন্দী আজে বাজে সব;
বাড়ে দীর্ঘশ্বাস ক্রমে ক্রমে
কলহ দ্বন্দ্ব, আছে রণরব।
নেই সবুজ শ্যামল ভূমি
মাঠে নেই ঐ স্বর্ণ ফসল;
মানুষ সবাই আকাশ গামী
সুখীও তবে যারা সবল।
নেই জলধারা, গাছপালা
ছবিতে অগনিত মলিন মুখ;
অশ্রুধারা, শুধু ছলকলা
অস্থিসার, ভাঙ্গা কতক বুক।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
বরাবরই পদ্য লিখার একনিষ্ঠ ভক্ত আমি।
কবিতায় আকুলতা অথবা অনুচ্ছাস থাক না কেন আমার ভালো লেগেছে।
শুভেচ্ছা জানবেন প্রিয় কবি মি. সাইদুর রহমান। শুভ সকাল। ধন্যবাদ।
loading...
অজস্র ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। শুভেচ্ছা রইলো।
loading...
স্বাগতম।
loading...