অহংকার
বন্ধুর হাত তুমিই দিয়েছো আমাকে
দিয়েছি তাই উজাড় করে;
পাও শুধু খুঁজে তোমার সে দু’টি চোখে
অগ্নি যেন এ হৃদয় জুড়ে।
বহু পথ পেড়িয়ে এলাম কাছাকাছি
হৃদয়ে দিয়েছিও আসন;
তবু বলো, এসব সবই মিছিমিছি
অনুভবি হৃদয়ে দহন।
হাসি,করি উল্লাস তোমারই বিজয়ে
গরবে নিয়ত ফেটে পড়ি;
আড়ি পেতে শুনি কাঁপি যেন ভয়ে
আমি নাকি জ্বলে পুড়ে মরি।
কেন যে এলে তবে কাছাকাছি আমার
প্রকাশিলে এত প্রেমকথা;
বুকের সীমান্ত করলে বন্ধ আবার
তাই পাই বুকে বড় ব্যথা।
উল্লসিত, নই বিমর্ষ আমি কখনো
তোমার যত সে অহমিকা;
দম্ভ, অভিনয় প্রেমেরই পরশ যেন
আরো তোমার জয় টিকা।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
শব্দ প্রক্ষেপণে রবীন্দ্র যুগের যে অতি প্রিয় স্টাইল এর সূচনা হয়েছিলো
তারই প্রতিবিম্ব খুঁজে পেলাম লিখাটিতে। বেশ মি. সাইদুর রহমান।
loading...
বহু পথ পেড়িয়ে এলাম কাছাকাছি
হৃদয়ে দিয়েছিও আসন;
তবু বলো, এসব সবই মিছিমিছি
অনুভবি হৃদয়ে দহন।
//বেশ !!!
loading...