মা’র স্মৃতিকথা

মা’র স্মৃতিকথা

বহুবার ভেবেছি লিখবো কবিতা
মা’গো, তোমায় নিয়ে;
কোথায় পারি ? পাই না শব্দ কথা
অশ্রু পড়ে গণ্ড বেয়ে।

এতো আদর স্নেহ ভালোবাসা মায়া
এতো আপন জীবনে;
কেহ তবে দিতে পারে এতোই ছায়া
কখনো নয় এ ভুবনে।

কতো অবহেলা, কষ্ট পেয়েছ তুমি
তবুও সে মুখখানি;
না মলিন, আমায় দিতে তবে চুমি
নিতে গো আঁচলে টানি।

কালের স্রোত কিভাবে পেরিয়ে গেলো
তুমি যে হারিয়ে গেলে;
লিখা এ কাব্য কে বলবে কেমন হলো
হাসিতে চুমু খাবে গালে ?

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মোকসেদুল ইসলাম : ১৬-০৭-২০১৭ | ১১:২৪ |

    মাকে নিয়ে লেখা যে কোন কবিতা, ছড়া আমার ভালো লাগে। এ নিয়ে সিরিজ কবিতা আমারও আছে । শুভকামনা আপনার জন্য

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ১৬-০৭-২০১৭ | ১৩:০৩ |

    “এতো আদর স্নেহ ভালোবাসা মায়া
    এতো আপন জীবনে;
    কেহ তবে দিতে পারে এতোই ছায়া
    কখনো নয় এ ভুবনে।”

    তিনি হচ্ছেন মা। ছোট্ট একটি শব্দ। কী ব্যাপ্তি এই একটি মাত্র শব্দে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  3. আনিসুর রহমান : ১৭-০৭-২০১৭ | ১৩:১৭ |

    কতো অবহেলা, কষ্ট পেয়েছ তুমি
    তবুও সে মুখখানি;
    না মলিন, আমায় দিতে তবে চুমি
    নিতে গো আঁচলে টানি।
    //পৃথিবীর সব মা’দের প্রতি ভালোবাসা। মা’কে নিয়ে সুন্দর কবিতার জন্য ধন্যবাদ কবি !

    GD Star Rating
    loading...