এমন একটি দিন ছিল

এমন একটি দিন ছিল

এমন একটি দিন ছিল মনে হতো
ঐ বিশাল আকাশটা ছুঁই;
সাথি সঙ্গ সবাই, বন্ধু বান্ধব যতো
করেছি উল্লাস রই রই।

দুঃখ দৈন্য তলে তারা ডুবে গেছে
স্মৃতিগুলো তবুও বার বার;
উঁকি দিয়ে বলে, স্বপ্ন সবই মিছে
কল্প ভেলা শুধু যে ছলনার।

নয়ত রফিক ক্লাসের এক মেধাবী
আর নয়না প্রথম সতত;
তাদের শ্রমে বেঁচে সংসারের সবি
আর স্ত্রী-শিক্ষা কেন এত ?

হলো কই আর ছোঁয়া আকাশটার
ভেঙ্গে পড়ে মাথার ‘পরে;
সিন্ধু জলে স্বপ্ন জাগে অভ্র হওয়ার
ফিরে শেষে ঐ সরোবরে।

(স্কুল জীবনে রচিত।)

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৩-০৭-২০১৭ | ১৯:০০ |

    সকালের উদিত সূর্যের গড়ন গঠন অনেক সময়ই বলে দেয় দিন কেমন যাবে।
    ___ স্কুল জীবনের লিখাটি পড়ে এই কথাটিই মনে এলো।
    অভিনন্দন মি. সাইদুর রহমান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. আনিসুর রহমান : ১৩-০৭-২০১৭ | ১৯:৩৬ |

    স্কুল জীবন থেকে আপনার লেখার সতন্ত্র ধারা এখনও বহাল। মনে পড়ে গেল সেই কথা “পরিপক্বতাই সব”।

    GD Star Rating
    loading...