এমন একটি দিন ছিল
এমন একটি দিন ছিল মনে হতো
ঐ বিশাল আকাশটা ছুঁই;
সাথি সঙ্গ সবাই, বন্ধু বান্ধব যতো
করেছি উল্লাস রই রই।
দুঃখ দৈন্য তলে তারা ডুবে গেছে
স্মৃতিগুলো তবুও বার বার;
উঁকি দিয়ে বলে, স্বপ্ন সবই মিছে
কল্প ভেলা শুধু যে ছলনার।
নয়ত রফিক ক্লাসের এক মেধাবী
আর নয়না প্রথম সতত;
তাদের শ্রমে বেঁচে সংসারের সবি
আর স্ত্রী-শিক্ষা কেন এত ?
হলো কই আর ছোঁয়া আকাশটার
ভেঙ্গে পড়ে মাথার ‘পরে;
সিন্ধু জলে স্বপ্ন জাগে অভ্র হওয়ার
ফিরে শেষে ঐ সরোবরে।
(স্কুল জীবনে রচিত।)
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সকালের উদিত সূর্যের গড়ন গঠন অনেক সময়ই বলে দেয় দিন কেমন যাবে।
___ স্কুল জীবনের লিখাটি পড়ে এই কথাটিই মনে এলো।
অভিনন্দন মি. সাইদুর রহমান।
loading...
স্কুল জীবন থেকে আপনার লেখার সতন্ত্র ধারা এখনও বহাল। মনে পড়ে গেল সেই কথা “পরিপক্বতাই সব”।
loading...