আড়াল
রাত যেই শেষ, দিন আসে
পৃথিবীটা হাসে;
মানুষ আর সকল পশুপাখি
মেলে তার আঁখি।
আবারো শুরু তবে পথচলা
কান্না-হাসি খেলা;
ঘুরেফিরে ঐ কৃষ্ণ মুখোশে
রাত ডাকে পাশে।
সোনা রবির বুকখানি চিরে
আলো নেয় কেড়ে;
শশী মুখে সে ঐ স্নিগ্ধ হাসি
অমা দেয় যে পিষি।
মরুতে ঝরে কত বৃষ্টি অগ্নি
বেসুরা রিনিঝিনি;
সততই বহে যেন লু-হাওয়া
নেই মমতার ছোঁয়া।
দ্যাখি সমুদ্র, উচ্ছ্বাসে উত্তাল
যেন সুখে মাতাল;
কেন তবে, যেই পৌঁছে তীরে
ব্যথায় নুয়ে পড়ে।
প্রকৃতির মুখোশে, কে বা সে
বাঁকা হাসি হাসে;
খেলা খেলে, ধাঁধার ধূম্রজালে
ধুতুরা শিলার কোলে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
বোধকরি পৃথিবীর সব আড়াল অথবা খোলাসা।
এই আধো সন্ধ্যায়ই আমাদের বসত জীবন। শুভেচ্ছা রইলো প্রিয় কবি।
loading...
মুগ্ধ করার মতো ছড়া পদ্য। শুভেচ্ছা কবি দা।
loading...
"প্রকৃতির মুখোশে, কে বা সে
বাঁকা হাসি হাসে;
খেলা খেলে, ধাঁধার ধূম্রজালে
ধুতুরা শিলার কোলে।"
অসাধারণ কবিতা! শুভেচ্ছা রইলো প্রিয় কবি সাইদুর রহমান
loading...
অসাধারণ কাব্য শিল্প, শুভেচ্ছা প্রিয় স্ব-নামি কবি বন্ধু সাইদুর রহমান
loading...