যখন সময় ছিল দেখার,
করেছি অবহেলা।
অসময়ে এখন আবেগ বেশি,
মন উতলা।
এখন বুঝি সহজপ্রাপ্য যা কিছু,
তার নেই কোন দাম।
বড় আদরের মানিক রতন,
অবহেলায় হারালাম।
দিয়েছি কত আঘাত জ্বালা,
করেছি বদনাম।
মনপাখি তুমি ভালো থেকো ,
ভুলে থেকো অপমান।
গৃহবন্দী এখন করোনার খেয়ালে,
হয়েছি নজরবন্দী।
তাই বুঝি এই অনুশোচনা এলো,
মন চাইছে সন্ধি।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
শ্রুতিমধুর লেখা
loading...
আপনার জন্য শুভেচ্ছা কবি মি. ইসিয়াক। ভালো থাকবেন এই প্রত্যাশা সব সময়ের।
loading...