স্বপ্ন দিয়ে ঘেরা

সেদিন হঠাৎ চোখ পড়লো,
তোমার উপর আমার।
এর আগে তো পাইনি সময়,
একটুখানি থামার।

লুকিয়ে লুকিয়ে দেখলাম আমি,
অনেকটা ক্ষণ ধরে।
মৃদু হাওয়ায় চুলগুলো সব
যাচ্ছিলো যে উড়ে।

কি ভেবে তুমি তাকাতে ই
চোখাচোখি হলো।
মনে হলো বলছো তুমি,
”একটা কিছু বলো।”

কি বলবো, তুমি তো তুমি ই,
সবার চেয়ে সেরা।
তোমায় দেখার মুহুর্তগুলো,
স্বপ্ন দিয়ে ঘেরা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ০৪-০৪-২০২০ | ২০:৩৬ |

     প্রাঞ্জল শব্দের অলংকরণ।  পাঠে মুগ্ধ  হলাম।  

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ০৪-০৪-২০২০ | ২০:৫৯ |

    youtube.com/watch?v=-qRw4k99LCU

    স্বপ্ন দিয়ে ঘেরা

    কবিতার শিরোনামটি পড়ে বহুকাল আগের একটি গান মনে পড়ে গেলো। উপহার নিন। Smile

    GD Star Rating
    loading...
  3. মুরুব্বী : ০৭-০৪-২০২০ | ৯:১৭ |

    মন্তব্যকারীদের মন্তব্যের উত্তর নেই। Frown

    GD Star Rating
    loading...