সংশয়

আমের বনে দোলা দিলো,
কৃষ্ণচূড়ায় ফাগুন।
তোমার প্রেমের মাতাল হাওয়ায়,
মনে লাগে আগুন।

গুন করেছো কি দিয়ে গো,
কোন সে জাদুটোনা।
তোমায় ছাড়া দিন কাটে না,
হৃদয় আনমোনা।

শীতল দিনে খোলস ছেড়ে,
উষ্ণতার লোভে।
তোমায় ছোঁয়ার নেশায় বিভোর,
ভাবনা ভেবে ভেবে।

মন মঞ্জরিত, উথাল পাতাল
হাওয়া বয়ে যায়।
নতুন প্রেমের নতুন প্রকাশ
বিকাশ হতে চায়।

কি যে জ্বালা! এলো এ কোন
অমানিশার ঘোর।
দিনগুলি যায় তবু ও তো ,
কাটে না প্রহর।

কোয়রেন্টাইনের দিনগুলিতে,
বড্ড ভাবনা হয়।
আঁধার শেষে আলোর দিনে
পাবে তো তোমায়?

পারবো কি আবার হাত ধরতে
পাশাপাশি চলতে ?
নাকি করোনার ভয়ে দুর থেকে
হবে কথা বলতে?

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ৩১-০৩-২০২০ | ১৬:১৮ |

     খুবই ভালো লাগলো। 

    GD Star Rating
    loading...
    • ইসিয়াক : ০১-০৪-২০২০ | ১৮:৩৮ |

      ধন্যবাদ ভাইয়া।

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ০১-০৪-২০২০ | ৮:২৫ |

    পারবো কি আবার হাত ধরতে
    পাশাপাশি চলতে ?
    নাকি করোনার ভয়ে দুর থেকে
    হবে কথা বলতে?

    নিশ্চয়ই পারবেন কবি। পৃথিবী আবারও একদিন জেগে উঠবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • ইসিয়াক : ০১-০৪-২০২০ | ১৮:৫৩ |

      তাই যেনো হয় মুরুব্বী ।
      শুভকামনা

      GD Star Rating
      loading...