রূপসীর জবানবন্দী

আমার নাম রূপসী !!!!!
কুমারী রূপসী রানী দাস।
হা ভগবান ভাগ্যের কী পরিহাস….।
এত বড় ঠাট্টা তুমি করতে পারলে আমার সাথে?

আমিতো এখন আর রূপসী নই। আমি এখন রাক্ষসী।
আমায় দেখলে লোকে এখন মুখ ফিরিয়ে নেয়।
হাসে। মুখে কাপড় চাপা দেয়।
বাচ্চারা ভয়ে চিৎকার দিয়ে ওঠে!!!
আমি কি পারবো আর কোন শিশুকে কোলে তুলে নিতে,কোনদিন ?
আমার কি একটা সংসার হবে ? স্বামী সন্তান নিজের সংসার। নিজের একটা সন্তান !!
ফুটফুটে.. কোল জুড়ে রইবে..। আমায় দেখে কি সে চিৎকার দিয়ে কেঁদে উঠবে?

আমি কখনো ভাবতেই পারিনি এমন একটা দিন আসবে আমার জীবনে।
আমি ভুলেও কল্পনা করিনি
আমি চেয়ে ছিলাম, আমি চেয়ে ছিলাম, অনেক অনেক লেখা পড়া শিখব, বড় হব আর…..।
এরকম হাজারটা স্বপ্ন ছিলো।
আমিও খোলা মাঠে দৌড়াতে ভালোবাসতাম।
আমি নদীতে সাঁতার কাটতে ভালোবাসতাম। আর ভালোবাসতাম ফুল…..

ওরা আমায় রোজ জ্বালাতো রোজ, বিশ্বাস করুণ আমি সব মুখ বুজে সইতাম….
আমি জানি প্রেম ভালোবাসা পাপ নয়, কিন্তু ওকে, কাজল নাম তার, তাকে আমি কখন ই সেরকম ভাবিনি ।
আমার নিজের পছন্দ অপছন্দ আছে। আমি তাকে ভালবাসি,ভালোবাসতাম।
যখন সে জানলো সে আমাকে পাবে না, তখন সে ক্ষিপ্ত হয়ে গেল।
হায়েনার মতো আচরণ শুরু করলো…
দিনে দিনে তার অত্যাচার বেড়েই চলল..। চেয়ারম্যানের ছেলে বলে কথা।
আমি বাড়ি থেকে বের হওয়া বন্ধ করলাম…..
একদিন রাতে শুয়ে আছি..। জানালা খুলে, বড্ড গরম পড়েছিলো সেদিন………।
তীব্র জ্বালায় ঘুম ভেঙ্গে গেল আমার..। সে কি জ্বালা..আর চীৎকার!!!
শত সহস্র প্রদীপের আগুনে যেন আমার মুখ ঝলসে গেল!!!!!
আমি নিমেষে আমার জীবনের সব হারালাম।
আমি অজ্ঞান হয়ে গেলাম।
আমি এসিড সন্ত্রাসের শিকার হলাম।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ০৮-০২-২০২০ | ২০:৩২ |

     লেখা খুবই ভালো লাগলো।

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ০৯-০২-২০২০ | ১০:৩৭ |

    মর্মান্তিক বর্ণনা। শাব্দিক প্রকাশ ভালো হয়েছে কবি মি. ইসিয়াক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...