যতবার তোমার সাথে দেখা হয়,
মনেমনে ভাবি ,বলি,
”ভালোবাসি” ।
তোমার চোখে, তোমার ঠোঁটে,
তোমার ওই রক্তিম দু’গালে,
মনেহয় একটু আদর করি
আর বলি কানেমুখে,
”ভালোবাসি” ।
তোমার মোহমায়ায় আমি এতটাই আবিষ্ট যে,
দিকহারা নীহারিকার মতো,
ছুটে যাবো যখন তখন
তোমার কক্ষপথে।
তখন আমায় সস্নেহে ধরবে তো ?
দু’বাহু প্রসারিত করে?
যদি ধরতে না পারো,তাতেও অসুবিধা নেই কোন।
শুধু ঠেঁটে মৃদু কাঁপন তুলে বললেই হবে,
”ভালোবাসি” ।
যে কথাটি শত চেষ্টাতে আমি বলতে পারিনি,
মুখ ফুটে,তুমি বললেই হবে।
বলবেতো, ”ভালোবাসি” ।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অসাধারণ লিখনী । শুভেচ্ছা সতত ।
loading...
রোম্যান্টিক কবিতায় মুগ্ধ হলাম। প্রত্যাশা পূরণ হোক কবি মি. ইসিয়াক। শুভ সকাল।
loading...