শ্রীরাধিকার মন


শ্যামের বাঁশির দোদুল দোলা ,
শ্রীরাধিকার মনে।
প্রেম বিরহে কাটে অহর্নিশ,
দুরন্ত ভরা যৌবনে।

কৃষ্ণ অভিমুখে সদা সর্বদা
রাইকিশোরীর দুনয়ন ।
অন্তর কাঁপে অবিদ্যমানতায়,
অস্থির চঞ্চলমন।

হায় রাধিকা কি হেতু তুমি,
এতোটা অভিমানী।
কৃষ্ণ তোমার, তোমারই আছে ,
রইবে তোমার ই জানি।

অবিনশ্বর প্রেম এমনিতো হয়,
শত অভাব জ্বালা ।
মদিরা মাতাল তব জীবন মন,
যেন কণ্টক মালা।

সাধনার ধন শ্যাম প্রিয়জন,
হৃদয় মানিক্য তোমার।
তাহাতে বিলীন তব মনপ্রাণ
তাহাতেই একাকার।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. ছন্দ হিন্দোল : ২৪-১২-২০১৯ | ১৯:৫৩ |

    বেশ লিখেছেন  ঐতিহাসিক   উপখ্যান

    GD Star Rating
    loading...
    • ইসিয়াক : ২৪-১২-২০১৯ | ২০:৪৭ |

      শুভকামনা রইলো ।
      ভালো থাকুন সুস্থ থাকুন্ ।

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ২৯-১২-২০১৯ | ১২:৩১ |

    অবিনশ্বর প্রেম এমনিতো হয়,
    শত অভাব জ্বালা ।
    মদিরা মাতাল তব জীবন মন,
    যেন কণ্টক মালা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • ইসিয়াক : ৩১-১২-২০১৯ | ১০:১৫ |

      ভালো থাকুন সবসময় এই কামনা করি।

      GD Star Rating
      loading...