সময় রাত ১০টা, ২৫শে জানুয়ারি, সাল ২০১৪ইং।
শ্যামলী পরিবহনের রাত ১১টা ৩০ মিনিটের বাসের টিকেট কাটা আছে, গন্তব্য খাগড়াছড়ি। এবারের ভ্রমণে সদস্য সংখ্যা ৯ জন।
দস্যু পরিবারের ৩ জন : আমি (সারোয়ার সোহেন), মিসেস সোহেন, আর আমাদের মেয়ে সাইয়ারা সোহেন।
ইস্রাফীল এবং ওর ওয়াইফ।