ফুলের নাম “শিবজটা”। কেম অদ্ভূত নাম, তাই না! যেমন অদ্ভূত নাম তেমনি দেখতেও বেশ অদ্ভূত।
শুধু শিবজটা নয়, আরো অনেক গুলি আঞ্চলিক নাম এর রয়েছে। যেমন – বিলাই লেজা, শিবঝুল, ব্রহ্মজটা, হারিটামুঞ্জুরি ইত্যাদি। বুঝতেই পারছেন নামের সাথে চমৎকার মিল রয়েছে দেখতে। নামকরণের কারণও এটাই।
ইংরেজি ও কমন নাম : Acalypha Cat Tail, Caterpillar Plant, Chenille Plant, Philippines Medusa, Red hot cat’s tail, Fox tail, Hispid Copperleaf, Redspike Copperleaf, Chenille Copperleaf ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Acalypha hispida
গাছটির আদিভূমি বা আদিনিবাস দক্ষিণপূর্ব এশিয়া। শিবজটা ঝোপাকৃতির ঔষধি গুণসম্পন্ন ফুল গাছ যা টবেও লাগানো যায়। নারায়ণগঞ্জের বাবা সালেহ মাজার প্রাঙ্গনে দেখেছি টবে লাগিয়ে রেখেছে। ফুলও ফুটেছে বেশ সুন্দর।
শিবজটা গাছের উচ্চতা মাটিতে১০ থেকে ১২ ফুট পর্যন্ত লম্বা আর ৩ থেকে ৬ ফুট পর্যন্ত বিস্তিত হতে পারে। তবে তার জন্য অনেক বছর সময় লাগে। টবে এর বারবারন্ত কিছুটা কম হলেও মাটিতে এই গাছে দ্রুত বর্ধনশীল। গাছে কোন কাঁটা নেই।
লাল বা গাঢ় লাল, কখনো কখনো কিছুটা খয়রী লাল লম্বাটে ফুল গুলি দীর্ঘস্থায়ী হয়। অনেকদিন পর্যন্ত টিকে থাকে। ফুল ফোটার নির্দিষ্ট কোন সময় নেই, সারা বছর জুড়েই ফুল ফুটতে পারে। একবার ফুল ফুটতে শুরু করলে পর্যায়ক্রমে ও বারবার ফুটে। তবে এই ফুল কিন্তু ফুল গন্ধহীন। ফুল গন্ধহীন বলে কোন প্রাণী বা পতঙ্গ আকর্ষিত হয় না। এর কোন ফল হয় কিনা তা আমার জানা নেই। তবে বীজ থেকে সহজেই চারা জন্মে এবং কাটিং পদ্ধতিতেও কলম করা যায়।
শিবজটা গাছে মাঝারি আকারের অনেকটা উপবৃত্তাকার সবুজ সরল পাতা হয়। পাতার কিনারা কিছুটা করাতের মত ছোট ছোট খাজকাটা থাকে। খাবার পক্ষে প্রাণীদের জন্য এই গাছের যে কোন অংশই বিষাক্ত।
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা (প্রথম ৪টি) এবং বাবা সালেহ মসজিদ, নারায়ণগঞ্জ (শেষ ৪টি)।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭ ইং ও ২৪/১২/২০১৮ ইং
তথ্য সূত্র : বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহীত ও পরিমার্জিত। তথ্যে কোন ভুল থাকলে জানানোর অনুরোধ রইলো।
loading...
loading...
আপনি যথেষ্ট সতর্ক মানুষ মরুভূমি ভাই। আপনার সংগ্রহ করা তথ্যাদি নিশ্চয়ই সত্য হবে। অভিনন্দন। দারুণ।
loading...
তথ্যগুলি নানান সূত্র থেকে নেয়া, তাই ভুল কিছু থাকার সম্ভবনা থেকে যায়।
loading...
এই ফুলটি আমি দেখেছি দস্যু ভাই। নাম জানতাম না। আজ জেনে নিলাম।
loading...
এমন হয়। অনেক ফুলই আছে যেগুলি আমরা চিনি কিন্তু নাম জানি না। আমার কিছু কিছু আছে যেগুলি হঠাত দেখা যায়। এটি তেমন একটা ফুল।
loading...
* অসাধারণ ফুলের সমাহার থাকে আপনার পোস্টে…
loading...
হে, ফুলের পোস্ট গুলিতে শুধু ফুলই থাকে।
loading...
পোস্ট দারুণ হয়েছে প্রিয় ছবি দা। কন্টেন্টটাও অনেকের জানার স্বার্থে কাজে দিবে।
loading...
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
loading...
আপনার পোস্ট থেকে ফুল বিষয়ে অনেককিছু জানতে পারি। যেসব ফুল চোখের সামনে থাকে, অথচ নাম জানি না। সেসব ফুলের নামগুলো আপনার পোস্টের মাধ্যমে জানা হয়ে যায়। জানা যায় এর বিষয়াষয়ও। আপনাকে অজস্র ধন্যবাদ।
loading...
আমাদের চারপাশে নানান ধরনের বুনো বা পথ ফুল ফোটে, তাদের আমরা দেখি, জিনি, কিন্তু জানিনা। আবার কিছু বাগানের ফুলও আছে যাদের নাম আমাদের জানা নেই। সেইসব দেখার সুযোগ কখনো হাতছাড়া করি না আমি।
loading...
জলদস্যু ভাই,
এই ফুলটা ছোটবেলা থেকেই আমি সব সময়ই দেখে আসছি কিন্তু নামটা কখনোই জানতাম না এখন আশাকরি আর কখনো ভুলবোনা।সুন্দর ফুলেল ব্লগ।
নতুন বছরের অনেক শুভেচ্ছা ।
loading...
বাহ বেশ। চেনা একটি ফুলের নাম জানা হলো। এবার দেখবেন ফুলটিকে নতুন করে দেখার সুযোগ হবে।
loading...