কিছুদিন আগে থেকে “ঝুমকো জবা”, “পঞ্চমুখী জবা”, “বহুদল জবা” ও “সাদা জবা” ফুলের বেশ কিছু ছবি দেখিয়েছি আপনাদের। আজ তারই ধারাবাহিকতায় দেখাবো আমার তোলা কিছু “লঙ্কা জবা” ফুলের ছবি।
লঙ্কা জবা
আপনারা জানেন জবা ফুলের কয়েকশত প্রজাতির গাছ রয়েছে। এদের কয়েকটি পরিচিত বাংলা নাম হচ্ছে জবা, রক্তজবা, পঞ্চমুখী জবা, জবা কুসুম, সাদা জবা ইত্যাদি। এদের মধ্যে একটি বিশেষ জবা হচ্ছে লঙ্কা জবা।
বাংলা নাম : লঙ্কা জবা, মরিচ জবা
অন্যান্য নাম : Wax mallow, Texas mallow, Sleepy hibiscus, Turk’s Turban ইত্যাদি
বৈজ্ঞানিক নাম : Malvaviscus penduliflorus
সাধারন জবার সাথে লঙ্কা জবার পার্থক্য হচ্ছে এর গঠনে। প্রায় সকল জবাই তাদের পাপড়ি গুলি ছড়িয়ে দিয়ে হাসি মুখে ফুটে থাকে। কিন্তু এই লঙ্কা জবা সম্পূর্ণ আলাদা। অন্য জবা থেকে একে খুব সহজেই আলাদা করে চেনা যায় এর লঙ্কা বা মরিচের মত আকৃতি দেখে। মরিচের মত দেখতে বলেই একে লঙ্কা জবা বা মরিচা জবা বরে। তাছাড়ি এতে বেশ মধু হয় বলে বাচ্চারা মধু জবাও বলে।
বিভিন্ন সময় বিভিন্ন যায়গায় বেরাতে গিয়ে বেশ কিছু লঙ্কা জবা ফুলের ছবি তুলেছি আমি। তাদের কিছু ছবি এই পোস্টে।
ছবিগুলি তুলেছি সিরাজ শাহ-্এ মাজার, নারায়ণগঞ্জ থেকে ২৪/১২/২০১৭ ইং তারিখে।
আগামী পর্ব দেখবো “রক্ত জবা” ফুল।
loading...
loading...
বেশ লাগল ভাই,,,,,,,,,

loading...
ধন্যবাদ প্রিয় চারু মান্নান ভাই।
loading...
লঙ্কা জবা রাণী'কে আমি অতি প্রত্যুষে পূজার আয়োজনে সড়ক সংলগ্ন যেখানে যেখানে যার বাড়িতে বাইরের দিকে ঝুলে থাকে সেখান থেকে সংগ্রহ করতে দেখেছি।
loading...
হে, আমিও দেখেছি গ্রামে বেরাতে গিয়ে অনেক বাড়ির পূদর স্থানে এর উজ্জ্বল উপস্থিতী।
loading...
খুউবি সুন্দর পোস্ট ছবি দা।
loading...
মন্তব্যের জন্য ধন্যবাদ।
loading...
অসাধরণ ফটোগ্রাফি মরুভূমি ভাই।
loading...
মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় সৌমিত্র চক্রবর্তী দা।
loading...
* পরিচিত ফুলগুলো আবার দেখে নিলাম…
loading...
হে, এগুলি খুবই পরিচিত ফুল।
loading...
তথ্যবহুল পোস্টটা পড়ে ভালো লেগেছে !
loading...
মন্তব্যের জন্য ধন্যবাদ ।
loading...