আজ রাতে যারা আকাশ দেখতে চান তাদের জন্য সুখবর।
গত ১৫ বছরের মধ্যে আজ রাতে মঙ্গল গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছে আসবে।
ছবিতে আজ রাত ৮টায় ঢাকার আকাশপট দেখানো হয়েছে।
সেখানে পশ্চিম আকাশ থেকে শুক্র, বৃহস্পতি, শনি ও মঙ্গলের অবস্থান দেখানো হয়েছে।
অর্থাৎ একই সাথে ৪টি গ্রহ এখন দেখার সুযোগ আছে।
সন্ধ্যার পরে পশ্চিম আকাশে সবচেয়ে বড় তারাটিই আসলে তারা নয় শুক্র গ্রহ।
তার কিছুটা উপরে জুপিটার।
মাথার উপরে থাকবে শনি।
আর পূবাকাশে উঠবে লালচে মঙ্গল।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
দূরস্কোপ ছাড়া খালি চোখে কি দেখা যাবে দস্যু ভাই ? আমার চশমা-কাঁচ মাইনাস।
loading...
এই জিনিস দেখতে টেলিস্কোপ লাগবে না। খালি চোখেই খুব ভালো দেখা যাবে, তবে নিজের চশমাটা খুলে রাখবেন না। টেলিস্কোপে বরং আহামরি কিছু দেখা যাবেনা।
আমার নিজের একটা ছোটখাটো টেলিস্কোপ আছে। অনেকদিন যাবত মাউন্টটা নষ্ট হয়ে গেছে বলে ব্যবহার করা হয় না।
আমার অভিজ্ঞতা বলে এমন ছোট টেলিস্কোপে চাঁদ দেখা ছাড়া আর তোমন কোন উপযোগীতা নেই। অস্পষ্ট ছোট ছোট নক্ষত্রগুলিও বেশ দেখা চলে। এর চেয়ে বেশী কিছু না।
loading...
আকাশ মেঘমুক্ত থাকলে দেখার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে।
loading...
শুভকামনা রইলো।
loading...
*


loading...
loading...