কতেক কঠোর তপে, যাগ যজ্ঞ পুজা জপে,
গ্রহদিন গেল নিবড়িয়া।
জনি পূজা বাদ্য নাটে, দশমে গামার কাটে,
নদীতটে জয় জয় দিয়া।
পণ্ডিত পদ্ধতি কাছে, জাগাল গামার গাছে,
গণেশাদে পূজিয়া দেবতা ।
বৃক্ষের বরণ করি, সংষান্ত-শাহিত ধরি,
বান্ধিলো সবায় হাতে সূতা ।
কামারে গামার কাটি, ঘয়ে আসি পরিপাটী,
গাঁধিছে সাম্যাস-কাটি তায়।
—– শ্রীধর্ম্মমঙ্গল – ঘনরাম চক্রবর্তী
গামারিকে আমরা চিনি কাঠ গাছ হিসেবে। কাঠের আসবাব তৈরিতে সেগুনের পরেই গামারি কাঠের প্রাধান্য। গামারি কাঠ যতই ভালো হোক আমাদের তাতে কোন উৎসাহ নেই। আমাদের উৎসাহ আজ গামারির ফুলে।
কাঠ গাছ হলেও গামারে কিন্তু বেশ চমৎকার গাঢ় হলদে ফুল ফোটে। ফুলের গোড়ার দিকটা থাকে খয়রি-বাদামী।
গামারির আরো কয়েকটি নাম রয়েছে। তাদের মধ্যে গামারটাই বশী পরিচিতো, তাছাড়া –
গাম্বার,
সুভদ্রা,
কৃষ্ণবৃন্তা,
শ্রীপর্ণী,
কম্ভারী,
গোপভদ্রা,
মধুমতি,
সুফলা,
মেদেনী,
কাশ্মরী,
ভ্রমরপ্রিয়া
ইত্যাদি নামও শুনতে পাওয়া যায়।
গামারি ফুলে বেশ মধু হয় বলে ভ্রমরের কাছে গামারি ফুলের আকর্ষণ প্রচুর। বসন্তে যখন পত্রহীন গামার গাছে হলদে ফুলে ভরে উঠে তখন ভ্রমরের ছুটে আসে মধু পানে। তাই গামারের আরেক নাম ভ্রমরপ্রিয়া হয়েছে। তবে শুধু ভ্রমর নয় বরং টিয়া আর কাঠবিড়ালিরও খুব প্রিয় এই গামার ফুল। ফুল ফুটলে মিষ্টি গন্ধে মম করে।
বাংলার মত ইরেজিতেও গামারির বেশ কয়েকটি নাম রয়েছে। যেমন –
Chandahar Tree,
Cashmere Tree,
Comb Teak,
White Teak ইত্যাদি।
গামারির বৈজ্ঞানিক নাম Gmelina arborea.
গামারি একটি দ্রুত বর্ধনশীল গাছ। লম্বায় এটি ১৫ থেকে ২০ মিটার উঁচু হতে পারে। পত্রমোচী গাছ বলে শীতে সমস্ত পাতা ঝরে যায়। পাতা বড় তাম্বুলাকৃতির হয়। গামারি ঔষধিসমৃদ্ধ এক ভেষজ উদ্ভিদ।
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : হাতিরঝিল, ঢাকা এবং বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
loading...
loading...
বেশী স্তুতি গাইবো না। বাক্য একটিই … আপনার পোস্ট হৃদয় ভরিয়ে তোলে।
loading...
জেনে প্রিত হলাম।
loading...
গামারির এতো নাম হতে পারে চিন্তায়ই আসে নি। গাম্বার, সুভদ্রা, কৃষ্ণবৃন্তা, শ্রীপর্ণী, কম্ভারী, গোপভদ্রা, মধুমতি, সুফলা, মেদেনী, কাশ্মিরী, ভ্রমরপ্রিয়া নাম গুলি আমার মেয়ের জন্য আপনার পোস্ট থেকে সংগ্রহ করে নিয়ে গেলাম দাদা। ধন্যবাদ।
loading...
বেশ বেশ, আপনার জন্য এবং আপনার কন্যার জন্য শুভকামনা রইলো।
loading...
* অনেক দেখা ফুল আবার নূতন বিস্ময়ে দেখলাম।
শুভরাত্রি।
loading...
শহরে এই ফুল খুব একটা চোখে পড়ে না।
loading...