১০টি ফুলের ছবি – ৯

ভিন্ন সময় বিভিন্ন যায়গায় গিয়ে বেশ কিছু ফুলের ছবি আমি তুলেছি আদিতে, এখনো তুলছি সুযোগ পেলেই। সেই সমস্ত ফুলের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। পরে সেই সমস্ত ফুলের ১০টি করে ছবি নিয়ে একটি করে পর্ব আকবারে প্রকাশ করেছি। এখনো সেই ধারাবাহিকতা চলছে…..

১। ফুলের নাম : রাজ অশোক

অন্যান্য নাম : উর্বশী
ইংরেজি ও কমন নাম : Pride of Burma, Orchid tree, Tree of heaven
বৈজ্ঞানিক নাম : Amherstia nobilis
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭ ইং

২। ফুলের নাম : অক্টোপাস গাছের ফুল

অন্যান্য নাম : ছাতা গাছ
ইংরেজি ও কমন নাম : Australia umbrella tree,Queensland umbrella tree, octopus tree, amate, umbrella tree, Australian ivy palm, brassaia, schefflera ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Schefflera actinophylla
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭ ইং

৩। ফুলের নাম : বিড়ালনখা

অন্যান্য নাম : চুনফুল
ইংরেজি ও কমন নাম : Flinders rose, caper bush ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Capparis brevispina
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭ ইং

৪। ফুলের নাম : রক্তরাগ

অন্যান্য নাম : কামলা বাহাল, ভোকার, বোহারি, লাল লাসুরা ইত্যাদি।
ইংরেজি ও কমন নাম : Broadleaf Cordia, Scarlet Cordia, Aloe Wood, Lolu, Kou Haole, Orange Geiger Tree, Sebesten plum, Geiger Tree, sea trumpet, Spanish cordia ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Cordia sebestena
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭ ইং

৫। ফুলের নাম : অঞ্জন

অন্যান্য নাম : নীল অঞ্জন, বম্বে অঞ্জন, কায়া, অঞ্জনী ইত্যাদি।
ইংরেজি ও কমন নাম : Delek air tree, Ironwood tree, Kaya, Mandi, Lakhonde, Anjani, Anjan, Kaya, Pride Of Matheran ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Memecylon umbellatum
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭ ইং

৬। ফুলের নাম : নীল বনলতা

অন্যান্য নাম : নীল লতা, নীলাতা, নল লতা, নালাতা ইত্যাদি।
ইংরেজি ও কমন নাম : Bengal Clock Vine, Blue Trumpet Vine, Clockvine, Skay Flower ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Thunbergia grandiflora
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭ ইং

৭। ফুলের নাম : মুচকুন্দচাঁপা

অন্যান্য নাম : কলাচম্পা, কুসুম ফুল, কাঠচম্পা, মুছকুন্দা,
ইংরেজি ও কমন নাম : Maple-leaved Bayur, Bayur Tree, Dinner Plate flower, Banana peels flower, karnikara tree, ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Pterospermum acerifolium
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭ ইং

৮। ফুলের নাম : রানিমুকুট

অন্যান্য নাম :
ইংরেজি ও কমন নাম : Napoleona, Napoleon’s Hat
বৈজ্ঞানিক নাম : Napoleona imperialis
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭ ইং

৯। ফুলের নাম : মাধবীলতা

অন্যান্য নাম : মণ্ডপ, কামী, পুষ্পেন্দ্র, অভীষ্টগন্ধক, অতিমুক্ত, বিমুক্ত, কামুক, ভ্রমরোৎসব ইত্যাদি।
ইংরেজি ও কমন নাম : Hiptage
বৈজ্ঞানিক নাম : Hiptage benghalensis
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং

১০। ফুলের নাম : কেশরাজ

অন্যান্য নাম : কেসুতি, কালো কেশী, কেশরী ইত্যাদি।
ইংরেজি ও কমন নাম : False Daisy, Trailing eclipta
বৈজ্ঞানিক নাম : Eclipta prostrata
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : সাতখামাইর, শ্রীপুর।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১০-০৭-২০১৮ | ৭:২৬ |

    রাজ অশোক। শুধু এই ফুল কেন, এই পোস্টের কোন ফুলই আমি ইহকালে দেখি নাই। লজ্জা নয়; এটা আমার সরল স্বীকারোক্তি। পথে ঘাটে অথবা সজ্জিত বাগানে এর দেখা নিশ্চয়ই মেলে কিন্তু সহসা দুটি চোখ হয়তো দৃষ্টি ফিরিয়ে নেয়। আপনার ক্যামেরা এবং অনুসন্ধিৎসু মনোদৃষ্টি এদেরকে ঠিকই খুঁজে নিয়েছে। অভিনন্দন দস্যু ভাই। Smile

    একটা প্রশ্ন রাখতে চাই, এমন সব ছবিতে ম্যাক্রো বা মাইক্রো ঠিক কি ধরণের লেন্স এবং এর সাথে বডি ডিভাইস কোনটা ব্যবহার করেন বা করেছেন জানবার ইচ্ছে রইলো। ধন্যবাদ। শুভ সকাল।

    GD Star Rating
    loading...
    • মরুভূমির জলদস্যু : ১০-০৭-২০১৮ | ১২:৫৮ |

      এই পোস্টের ১০ নাম্বার ফুল কেশরাজকে ছাড়া অন্য কোন ফুল কেউ পাথে ঘাটে খুব একটা দেখতে পাবেন না।  বিড়ালনখা এবং ৬ নীল বনলতা কখনো-সখনো চলতি পথে দেখা যায়। বাকি সকলেই বেশ বিড়ল। দেখতে হলে উদ্যানে যেতে হবে।

      আমার পুরনো ক্যামেরা ছিল nikon d80 এখন ব্যবহার করি nikon d3400.
      ম্যাক্রো বা মাইক্রো কোনটাই আমার নেই, আমি ব্যবহার করি nikon 70-300mm lens ও tamron 18-200mm lens.

      GD Star Rating
      loading...
      • মুরুব্বী : ১১-০৭-২০১৮ | ২২:৫৭ |

        তথ্য গুলোন কাজে লাগবে। ধন্যবাদ প্রিয় দস্যু ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

        GD Star Rating
        loading...
      • মরুভূমির জলদস্যু : ১৬-০৭-২০১৮ | ৭:২৮ |

        স্বাগতম আপনাকে।

        GD Star Rating
        loading...
  2. রিয়া রিয়া : ১০-০৭-২০১৮ | ৮:৫৮ |

    কয়েকটি ফুল হয়তো দেখেছি ঠিক স্মরণ পড়ছে না আমার। তারপরও বলবো ফুলগুলোর ছবি আর সাথে জুড়ে দেয়া তথ্য সমূহ কাজে আসবে। টুকে রাখি। Smile

    GD Star Rating
    loading...
    • মরুভূমির জলদস্যু : ১০-০৭-২০১৮ | ১৩:০০ |

      এই পোস্টের ফুল গুলি একটু আনকমনই বলা চলে। সচারাচর কমই চোখে পড়ে।

      GD Star Rating
      loading...
  3. ইলহাম : ১০-০৭-২০১৮ | ১৩:৪৮ |

    ফুলগুলো বেশ আন-কমোন। মাধবীলতা নিয়ে একটি গান শুনেছিলাম। আজ দেখলাম সেই ফুল।

    ফুলগুলো যেমন আন-কমোন এই পোষ্ট সিরিজটাও আন-কমোন।

    ফুলের পোষ্টের জন্য ফুলেলে শুভেচ্ছা রইলো প্রিয় কবি।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    দ্রষ্টব্যঃ কমবেশি সবাই জানেন কবি মানে শুধু কবিতা লেখক নন, যিনি শিল্প সৃষ্টি করেন তিনিই কবি।

    GD Star Rating
    loading...
    • মরুভূমির জলদস্যু : ১০-০৭-২০১৮ | ১৬:০৮ |

      ঠিক ধরেছেন। এই পোষ্টের প্রায় সব গুলি ফুলই আনকমন।
      অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য।

      GD Star Rating
      loading...
  4. সাইদুর রহমান১ : ১৪-০৭-২০১৮ | ১০:২১ |

    মরুভূমির বুকে অঢেল তাপদাহ সহ্য করে কর্ম সাধন করা প্রিয় জলদস্যু ভাই, আপনার রসদ আরও সমৃদ্ধ হোক, পাঠক হিসেবে এই প্রত্যাশাই করছি।

    GD Star Rating
    loading...
    • মরুভূমির জলদস্যু : ১৬-০৭-২০১৮ | ৭:৩০ |

      ফুল সকলেরই প্রিয় এক বস্তু, আর তাদের বিস্তারও অশেষ।
      https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      GD Star Rating
      loading...