আমার দেখা প্রচীন মসজিদ – ১ম পর্ব

প্রাচীন স্থাপত্য দেখার আলাদাটা একটা আকর্ষণ আছে। আমি মাঝে মাঝেই সুযোগ হলে তাদের দেখতে বেরহই। প্রাচীন স্থাপত্য গুলির মধ্যে বাংলাদেশে মসজিদগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রাচীন মসজিদগুলি প্রমান করে কতটা আদিতে দেশের ঐ অঞ্চলে ইসলামের প্রচার ও প্রসার ঘটেছিলো। এই প্রাচীন মসজিদগুলি আমাদের দেশের ইতিহাসেরই অংশ। আজ আমার দেখা ৫টি প্রচীন মসজিদের ছবি এখানে রইলো। প্রতি পর্বেই আমার দেখা ও ছবি তোলা ৫টি করে প্রাচীন মসজিদের ছবি ও সামান্য তথ্য উপস্থাপন করবো।

১। ষাট গম্বুজ মসজিদ

অবস্থান : বাগেরহাট
জিপিএস কোঅর্ডিনেশন : 22°40’28.2″N 89°44’30.6″E
নির্মাতা : হযরত খানজাহান আলি (র.) এটি নির্মান করেছেন বলে ধারনা করা হয়। [মসজিদে কোনো শিলালিপি না থাকায় এটি কে নির্মাণ করেছিলেন সেটার সঠিক তথ্য নেই।]
নির্মাণকাল : ১৫শ শতাব্দীতে এটি নির্মাণ হয়েছে বলে ধারণা করা হয়। [মসজিদে কোনো শিলালিপি না থাকায় এটি কবে নির্মাণ হয়েছে সেটার সঠিক তথ্য নেই।]
ছবি তোলার তারিখ : ২৪/১১/২০১৪ইং
পথের হদিস : ঢাকা থেকে সরাসরি বাগেরহাটে বাস যায়। ভাড়া নন এসি ৪৫০ টাকার মত। বাসের হেলপারকে বলে রাখলে ষাট গম্বুজ মসজিদের সামনে নামিয়ে দিবে। বাস স্টেশন থেকে ষাট গম্বুজ মসজিদ প্রায় ৬ কিলোমিটার দূরে, ইজিবাইক নিয়ে অনায়াসেই চলে যাওয়া যায়।

২। হযরত শাহজালালের দরগাহ মসজিদ

অবস্থান : সিলেট
জিপিএস কোঅর্ডিনেশন : 24°54’07.5″N 91°51’57.6″E
ছবি তোলার তারিখ : ২০/১০/২০১৪ ইং
পথের হদিস : বাস, ট্রেন বা প্লেনে সহজেই সিলেট চলে যাওয়া যায়। সিলেট শহরের প্রাণকেন্দ্রেই হযরত শাহজালালের দরগাহ মসজিদটির অবস্থান।

৩। জিন্দাপীরের মসজিদ

অবস্থান : বাগেরহাট
জিপিএস কোঅর্ডিনেশন : 22°39’53.2″N 89°45’50.2″E
নির্মাতা : অজ্ঞাত
নির্মাণকাল : অজ্ঞাত
ছবি তোলার তারিখ : ২৪/১১/২০১৪ ইং
পথের হদিস : ঢাকা থেকে সরাসরি বাগেরহাটে বাস যায়। ভাড়া নন এসি ৪৫০ টাকার মত। বাসের হেলপারকে বলে রাখলে ষাট গম্বুজ মসজিদের সামনে নামিয়ে দিবে। বাস স্টেশন থেকে ষাট গম্বুজ মসজিদ প্রায় ৬ কিলোমিটার দূরে, ইজিবাইক নিয়ে অনায়াসেই চলে যাওয়া যায়।

৪। মহজমপুর শাহী মসজিদ

অবস্থান : মহজমপুর, নারায়ণগঞ্জ
জিপিএস কোঅর্ডিনেশন : 23°44’05.9″N 90°36’18.5″E
নির্মাতা : ফিরোজ বা ফিরুজ খান নামে জনৈক ব্যক্তি নির্মাণ করেন।
নির্মাণকাল : যতদূর যানা যায় “সুলতান শামসুদ্দীন আহমদ শাহ” এর শাসনকাল ১৪৩২ থেকে ১৪৩৬ খ্রিস্টাব্দের কোনো এক সময় মসজিদটি তৈরি করা হয়েছে।
ছবি তোলার তারিখ : ২৮/১০/২০১৬ ইং
পথের হদিস : দেশের যেকোন যায়গা থেকে মদনপুর বা ভুলতা বা অড়াইহাজার বাজারে আসতে হবে। সেখান থেকে যেতে হবে মহজমপুর বাজার। বাজারের কাছে পথের ধারে রয়েছে “মহজমপুর শাহী মসজিদ”।

৫। গোয়ালদি মসজিদ

অবস্থান : গোয়ালদি, সোনারগাঁ।
জিপিএস কোঅর্ডিনেশন : 23°39’23.4″N 90°35’36.2″E
নির্মাতা : মোল্লা হিজাবর আকবর খান।
নির্মাণকাল : সুলতান আলাউদ্দীন হোসেন শাহের শাসনামলে ৯২৫ হিজরির ১৫ শাবান অর্থাৎ ১৫১৯ইং খ্রিস্টাব্দের আগষ্ট মাসে গোয়ালদি মসজিদ নির্মাণ করা হয়।
ছবি তোলার তারিখ : ২৮/১০/২০১৬ ইং
পথের হদিস : ঢাকা থেকে প্রথমে যেতে পারেন বাসে মোগড়াপাড়া। সেখান থেকে অটোরিকসায় সোনারগাঁও হয়ে গোয়ালদি গ্রামের গোয়ালদি মসজিদের সামনে। তাছাড়া সায়দাবাদ থেকে সরাসরি বাস যায় পানাম নগরে। সেখান থেকে রিকসা করে চলে যাওয়া যাবে গোয়ালদি মসজিদ।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১১-০৭-২০১৮ | ২১:৫২ |

    এই মসজিদটি দেখার সৌভাগ্য হয়েছে কয়েকবার। নির্মাণশৈলী এককথায় অসাধারণ।

    GD Star Rating
    loading...
    • মরুভূমির জলদস্যু : ১২-০৭-২০১৮ | ১১:৫৪ |

      আমিও কয়েকবার দেখার সুযোগ পেয়েছিলাম। প্রতিবারই গিয়ে দেখেছি কাজ চলে।

      GD Star Rating
      loading...
  2. রিয়া রিয়া : ১১-০৭-২০১৮ | ২২:২৪ |

    ২০১৪ আর ২০১৬ সালের ছবি দেখলাম। এখন নিশ্চয়ই আরও সুন্দর করা হয়েছে। ধন্যবাদ ছবি দা। Smile

    GD Star Rating
    loading...
    • মরুভূমির জলদস্যু : ১২-০৭-২০১৮ | ১১:৫৭ |

      মনে হয় না।
      সৌন্দর্যবর্ধনের নামে এদের শ্রিহীন করতে দেখেছি সব যায়গায়। আর আয়তন বাড়ানোর নামে চলে ধ্বংশ।

      GD Star Rating
      loading...
  3. ইলহাম : ১৩-০৭-২০১৮ | ২৩:১৮ |

    ধন্যবাদ প্রিয় দস্যু ভাইকে অসধারণ পোষ্ট দেওয়ার জন্য।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    ১ম এবং ২য় এই দুটি মসজিদ দেখার সৌভাগ্য আমার হয়েছিলো।

    GD Star Rating
    loading...
    • মরুভূমির জলদস্যু : ১৪-০৭-২০১৮ | ১৯:৩৬ |

      প্রাচীন মসজিদগুলির মধ্যে প্রথম দুটিতে আমরা অনেকেই গেছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

      GD Star Rating
      loading...