ভিন্ন সময় বিভিন্ন যায়গায় গিয়ে বেশ কিছু ফুলের ছবি আমি তুলেছি আদিতে, এখনো তুলছি সুযোগ পেলেই। সেই সমস্ত ফুলের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। পরে সেই সমস্ত ফুলের ১০টি করে ছবি নিয়ে একটি করে পর্ব আকবারে প্রকাশ করেছি। এখনো সেই ধারাবাহিকতা চলছে….
১। ফুলের নাম : ড্যানডেলিওন
ইংরেজী নাম : Dandelion
বৈজ্ঞানিক নাম : Taraxacum
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : আরু ভ্যালী, পেহেলগাম, কাশ্মির, ভারত।
ছবি তোলার তারিখ : ২৭/৫/২০১৫ ইং
২। ফুলের নাম : বাগানবিলাস
অন্যান্য নাম : কাগজ ফুল।
ইংরেজী নাম : Bougainvillea, Puti Tai Nobiu ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Bougainvillea Spectabilis
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : হাতিরঝিল, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৫/০৩/২০১৭ ইং
বাংলা বাগানবিলাস নামটি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়া। আর বাগানবিলাশ Guam এর জাতীয় ফুল।
৩। ফুলের নাম : রক্তকাঞ্চন
ইংরেজী নাম : Orchid Tree, Varigated Bauhinia ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Bauhinia variegata
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ইং
কাঞ্চন হংকং এর জাতীয় ফুল।
৪। ফুলের নাম : দুই শিমুল
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : দিল্লী, ভারত।
ছবি তোলার তারিখ : ১৫/০৩/২০১৪ ইং
দিল্লী শহরের প্রাণকেন্দ্রে পাশাপাশি দুটি শিমুল গাছে ফুল ফুটেছিলো। একটিতে লাল শিমুল, অন্যটির রং কিছুটা কমলা রঙ্গের। চলন্ত গাড়ি থেকে ক্লিক করেছিলাম।
৫। ফুলের নাম : শিবজটা
অন্যান্য নাম : শিবঝুল, ব্রহ্মজটা, হারিটামুঞ্জুরি, বিলাই লেজা।
ইংরেজি ও কমন নাম : Acalypha Cat Tail, Caterpillar Plant, Chenille Plant, Philippines Medusa, Red hot cat’s tail, Fox tail, Hispid Copperleaf, Redspike Copperleaf, Chenille Copperleaf ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Acalypha hispida
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বলদা গার্ডেন, টিকাটুলি, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৬/৩/২০১৭ ইং
৫। ফুলের নাম : শিবজটা
অন্যান্য নাম : শিবঝুল, ব্রহ্মজটা, হারিটামুঞ্জুরি, বিলাই লেজা।
ইংরেজী নাম : Acalypha Cat Tail, Caterpillar Plant, Chenille Plant, Philippines Medusa, Red hot cat’s tail, Fox tail, Hispid Copperleaf, Redspike Copperleaf, Chenille Copperleaf ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Acalypha hispida
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বলদা গার্ডেন, টিকাটুলি, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৬/৩/২০১৭ ইং
৭। ফুলের নাম : শ্বেতপদ্ম
অন্যান্য নাম : পুণ্ডরীক
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : ইছাপুর ইউনিয়ন, সিরাজদিখান, মুন্সিগঞ্জ।
ছবি তোলার তারিখ : ২৯/৫/২০১৭ ইং
৮। ফুলের নাম : র্যাভেনিয়া
ইংরেজী নাম : Lemonia, Limonia, Pink Ravenia
বৈজ্ঞানিক নাম : Ravenia spectabilis
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বলদা গার্ডেন, টিকাটুলি, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৬/৩/২০১৭ ইং
৯। ফুলের নাম : নাগলিঙ্গম
অন্যান্য নাম : হাতি জোলাপ, কামান গোলা।
ইংরেজী নাম : Cannonball Tree
বৈজ্ঞানিক নাম : Couroupita Guianensis
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : আচার্য জগদীশচন্দ্র বসু বটানিক্যাল গার্ডেন, কলকাতা, ভারত।
ছবি তোলার তারিখ : ২৩/০৫/২০১৫ ইং
১০। ফুলের নাম : ????
ইংরেজী নাম : Black locust, false acacia flowers
বৈজ্ঞানিক নাম : Robinia pseudoacacia
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : জম্মু থেকে পেহেলগাম যাওয়ার পথে।
ছবি তোলার তারিখ : ২৬/০৫/২০১৫ ইং
loading...
loading...
এমন পোস্ট শুধু দেখারই নয়; শিক্ষণীয়ও বটে। আমি দেখি এবং শিখি প্রিয় দস্যু ভাই।
loading...
আমিও জানার চেষ্টা করি। জানার আনন্দের কাছে বাকি সব ফিকে হয়ে যায়।
loading...
মাউস স্ক্রল করে যত উপর নিচ করিনা কেন পোস্টের প্রত্যেক ছুিব সুন্দর লাগে।
loading...
ধন্যবাদ ভালো লাগা জানানোর জন্য।
loading...
দারুণ ফুলেল পোস্ট….
তবে ঠিক এরকম করে
কৃষ্ণচূড়ার ব্যাপারে জানতে চাই।
loading...