কেবল সবাই হত্যা করতে চায় আমাকে,
শৈশব থেকে মধ্য যৌবন হন্তারকের দৃষ্টি এড়িয়ে চলেছি প্রতিদিন।
কেউ কেউ চাইলো ভালোবেসে হত্যা করতে-
ভালোবাসলে বুঝি দুধের পেয়ালায় মেশাতে হয় হেমলক?
ভালোবাসলে বুঝি দু’হাতে পেরেক ঠুকে ঝুলিয়ে দিতে হয় ক্রুশে?
–
আমার আত্মজীবনীর পাতায় পাতায় শুধু হত্যার ষড়যন্ত্র দেখি,
দেখি আমাকে ভালোবেসে হত্যার উৎসবে মেতেছে কতজন
কত ছলে-বলে-কৌশলে।
প্রথম যৌবনে আমার বালিকা প্রেমিকা একদিন আমাকে
বাড়িয়ে দিয়েছিল তার কোমল ওষ্ঠ,
আমি ওষ্ঠ স্পর্শে বুঝেছি সে আমাকে হত্যা করতে চায় ভালোবেসে;
তবে ভালোবেসে হত্যা করা-ই বুঝি ভালোবাসা!
–
কেবল সবাই হত্যা করতে চায় আমাকে,
আমার চারিদিকে শুধু হন্তারকের সতর্ক পাহারা সকাল দুপুর রাত্রি;
ওদিকে দ্যাখো, কী আশ্চর্য-
পৃথিবীও আমাকে হত্যার উদ্দেশ্যে সূর্যকে প্রদক্ষিণ করছে নিয়মিত!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সত্যিই মুগ্ধ হচ্ছি দিনকে দিন
loading...
কবিতাটি পড়লাম মি. প্রবাল মালো।
ভিন্ন ভিন্ন আঙ্গিকের লিখায় আপনাকে যেন নতুন করে জানছি।
loading...