হত্যা অথবা ভালোবাসা

কেবল সবাই হত্যা করতে চায় আমাকে,
শৈশব থেকে মধ্য যৌবন হন্তারকের দৃষ্টি এড়িয়ে চলেছি প্রতিদিন।
কেউ কেউ চাইলো ভালোবেসে হত্যা করতে-
ভালোবাসলে বুঝি দুধের পেয়ালায় মেশাতে হয় হেমলক?
ভালোবাসলে বুঝি দু’হাতে পেরেক ঠুকে ঝুলিয়ে দিতে হয় ক্রুশে?

আমার আত্মজীবনীর পাতায় পাতায় শুধু হত্যার ষড়যন্ত্র দেখি,
দেখি আমাকে ভালোবেসে হত্যার উৎসবে মেতেছে কতজন
কত ছলে-বলে-কৌশলে।
প্রথম যৌবনে আমার বালিকা প্রেমিকা একদিন আমাকে
বাড়িয়ে দিয়েছিল তার কোমল ওষ্ঠ,
আমি ওষ্ঠ স্পর্শে বুঝেছি সে আমাকে হত্যা করতে চায় ভালোবেসে;
তবে ভালোবেসে হত্যা করা-ই বুঝি ভালোবাসা!

কেবল সবাই হত্যা করতে চায় আমাকে,
আমার চারিদিকে শুধু হন্তারকের সতর্ক পাহারা সকাল দুপুর রাত্রি;
ওদিকে দ্যাখো, কী আশ্চর্য-
পৃথিবীও আমাকে হত্যার উদ্দেশ্যে সূর্যকে প্রদক্ষিণ করছে নিয়মিত!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মোকসেদুল ইসলাম : ০১-০৮-২০১৭ | ১২:২১ |

    সত্যিই মুগ্ধ হচ্ছি দিনকে দিন

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ০১-০৮-২০১৭ | ১২:৪৫ |

    কবিতাটি পড়লাম মি. প্রবাল মালো।
    ভিন্ন ভিন্ন আঙ্গিকের লিখায় আপনাকে যেন নতুন করে জানছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...