জঙ্গলে যাবো
মঙ্গলে যাবো
মানুষের কাছে যাবো না।
মানুষের কাছে গেলে
ভালোবেসে ফেলি,
ভালোবাসা তো চাইবো না!
দিন কেটে যাক
রাতগুলো ফুরাক,
অাকাশের পানে চাবো না।
বৃষ্টি হোক
জানালায় বসে
জল কখনো ছোঁব না।
যত ব্যথা অাছে
যত কথা অাছে
মানুষের কাছে কবো না।
জঙ্গলে যাবো
মঙ্গলে যাবো
মানুষের কাছে যাবো না।
ডাকলে ডাকুক
রাতের কোকিল
ঘরহারা অার হবো না।
উঠলে জ্যোৎস্না
কিসের যন্ত্রণা
সিদ্ধার্থ অার হবো না।
মুখোমুখি বসে
কেটে যাক সন্ধ্যা
চোখে চোখ অার রাখবো না।
জঙ্গলে যাবো
মঙ্গলে যাবো
মানুষের কাছে যাবো না।
মানুষের কাছে গেলে
ভালোবেসে ফেলি,
ভালোবাসা তো চাইবো না!
জঙ্গলে যাবো
মঙ্গলে যাবো
তোমার কাছে যাবো না।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
বাহ্ অনেক ভালো লাগল তো। শুভকামনা জানবেন। তারপরেও বলবো একটু মানুষের কাছে আসেন না? মানুষকে ভালোবাসি
loading...
বেশ রিদমিক একটি লিখা। আপনি যথেষ্ঠ সুন্দর লিখা। গুড জব মি. প্রবাল।
loading...