অনেক কষ্টে পেয়ে গেছি কয়েকটি দুঃখ
চাইলে তুমি দিয়ে দেবো তা ভেবো না
একটি দুঃখ দিলো আমায় মরা নদী
একটি দুঃখ দিলো আমায় একলা শালিখ
একটি দুঃখ দিলো আমায় জ্যোৎস্না-রাত্রি
একটি দুঃখ তুমি দিতে যদি!
তা না দিয়ে চাইলে দুঃখ কবির কাছে?
দুঃখ ছাড়া কবির বলো কী বা আছে!
–
অনেক কষ্টে পেয়ে গেছি কয়েকটি দুঃখ
চায়লে তুমি দিয়ে দেবো তা ভেবো না
আমার দুঃখ একেবারেই সাদা-কালো
কোনোটি শুধুই সাদা
কোনোটি বেজায় কালো
কোনোটি আবার অন্ধ হয়ে খুঁজছে আলো
তবু তুমি চাইলে দুঃখ কবির কাছে?
যাও না দূরে- বহুদূরে তাদের কাছে
যারা রঙিন, যাদের রঙিন দুঃখ আছে
আমি তোমায় করুণা করে দুঃখ দেবো-
তা ভেবো না,
অনেক কষ্টে পেয়ে গেছি কয়েকটি দুঃখ!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
লেখা চলুক। শুভকামনা সতত
loading...
সুন্দর প্রকাশ কবি।
loading...
চমৎকার দুঃখ বিলাস কবি !
loading...