মিলিত মিছিল

তখনো গত সন্ধের ফোটা সন্ধ্যা মালতি
অামাদের মিলিত স্বপ্নের মতো
দিনের অালো পেয়ে বিবর্ণ হয়ে যায়নি,
তখনো অামাদের অসংখ্য অাকাক্ষিত
স্লোগান অামরা না হারিয়ে
বুক পকেট চেপে ধরে অাছি অবশিষ্ট কিছু,
তখনো অামাদের স্বপ্নভ্রন হত্যার উদ্দেশ্যে
অামরা যায়নি গোপন ক্লিনিকে।
.
তখন অামরা কেউ জেগে ছিলাম
তখন অামরা কেউ ঘুমিয়ে ছিলাম
তখন অামরা কেউ লাল স্বপ্নগ্রস্থ ছিলাম
.
তখনই হঠাৎ – অতি অকস্মাৎ
এই দেশ এই মাটি কাঁপিয়ে
অর্ধমৃত মানুষকে নাড়িয়ে দিয়ে
মৌলবাদ ও কলুষতাকে পায়ে মাড়িয়ে
এ শহর জেগে ওঠে স্বপ্নস্লোগানে।
.
ঐ শোনো অর্ধমৃত, ডাক দিয়ে যায় মিছিল
ঐ শোনো তন্দ্রাচ্ছন্ন তরুন, ডাক দিয়ে যায় মিছিল
ঐ শোন স্বপ্নগ্রস্থ মানুষ, ডাক দিয়ে যায় মিছিল
.
একবার নয়
দুইবার নয়
মানুষ জেগেছে বহুবার
মানুষ জেগেছে বহুবার মানুষের জন্য
স্বপ্নগ্রস্থ জেগেছে বহুবার স্বপ্নের জন্য
চন্দ্রগ্রস্ত জেগেছে বহুবার রুটির জন্য।
.
শুনতে কি পাও?
অামাদের রক্তে অামাদের ধমনীতে
ডাক দিয়েছে মিছিল
এ শহর চৌচির করে দিয়ে ডাক দিয়েছে মিছিল
চৌরাস্তার মোড় থেকে ডাক দিয়েছে মিছিল
শুনতে কী পাও!
শুনতে পাও না- মিছিলের ডাক?

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ১টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৯-০৭-২০১৭ | ১০:৪৯ |

    মন্তব্য পেয়েছেন : ১০
    নিজেরগুলো বাদে : ১০

    মন্তব্য পেয়েছেন : ২ জনের
    মন্তব্য দিয়েছেন : ০ জনকে। সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    GD Star Rating
    loading...
  2. প্রবাল মালো : ০৯-০৭-২০১৭ | ১২:১৭ |

    অামার ব্যস্ততাই অামার অপরাধ!

    GD Star Rating
    loading...
    • মুরুব্বী : ০৯-০৭-২০১৭ | ১৪:৪৮ |

      অপরাধ হবে কেনো মি. প্রবাল !! টেক ইজি।
      আমরা সবাই কমবেশী জীবন জীবিকার তাগিদে ব্যস্ত। থাকি এবং থাকতে হয়।

      তারপরও চেষ্টা কিছুটা সময় হলেও প্রিয় প্রাঙ্গনে থাকার। এবং থাকি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      GD Star Rating
      loading...
  3. আনিসুর রহমান : ০৯-০৭-২০১৭ | ১৪:০২ |

    শুনতে কি পাও?
    অামাদের রক্তে অামাদের ধমনীতে
    ডাক দিয়েছে মিছিল
    এ শহর চৌচির করে দিয়ে ডাক দিয়েছে মিছিল
    চৌরাস্তার মোড় থেকে ডাক দিয়েছে মিছিল
    শুনতে কী পাও!
    শুনতে পাও না- মিছিলের ডাক?
    //শুনতে পাচ্ছি সে ডাক অর্ধ ঘুমে ! তন্দ্রা ভেঙ্গে অনতিবিলম্বে আমরাও সারা দিব নিশ্চিত ! অসাধারন কবি !

    GD Star Rating
    loading...