আত্মোপলব্ধিবোধের খোঁজ

ভিখেরী দুয়ারে খাড়া
ভিক্ষা দিয়া বিদায় কর –
ও আমার ঘরের মালিকরে ….
ক্ষুধায় ভিখেরী মরলে কলঙ্ক তোর। ( উকিল মুন্সি)

জন্ম, মৃত্যু বিয়ে এই তিন অবধারিত সত্য। তবুও আমরা এগুলোকে অতিক্রম করতে চাই। ছোট ছোট সুখ দুঃখের সমষ্টিই জীবন। আশা আর হতাশার সংমিশ্রণই জীবনের সব আবেদন। আশার সাথে হতাশার আজীবন বন্ধুত্ব। তবে আমি হতাশ নই। জীবনে পেয়েছি অনেক হারিয়েছি খুব কম। যা হারিয়েছি তা ও ইচ্ছাকৃত। তাই দুঃখবোধ নেই। সংসার তো মায়াময় মোহ।এই মোহের ঘোরেই তো প্রতিটি জীবন দিনাতিপাত করছে। জীবন সব সময় জীবনের নিয়মে চলে কি? তাই এখন অন্তর্দহনে মর্মমূলেই নিজেকে খোজার চেষ্টা করছি। তাই হয়তো একটু অমনোযোগী নিয়মিত গণ্ডি থেকে। যা আপন ভেবেছি তা কি সত্যিই আমার আপন ? নাকি আমিই আমার নই ? তাই তো সাধকের বাণীতে নিজেকে খুঁজি ………

“তুমি আমার আমি তোমার
ভেবেছিলাম অন্তরে –
কেন ভালবেসে ছেড়ে গেলে আমারে
সোনা বন্ধুরে।
তুমি বন্ধু সুখে থাক এই মিনতি করি
নিদান কালে কে হবে মোর পাড়ের কাণ্ডারী” ?
( আত্মোপলব্ধিবোধের খোঁজ)
———-

পলাশ
১১/০৩/২০২২
দোহা, কাতার।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
আত্মোপলব্ধিবোধের খোঁজ, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১২-০৩-২০২২ | ৮:১৫ |

    এক্সিলেন্ট প্রেজেন্টেশন। আই এপ্রিশিয়েট অলওয়েজ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...