তোমায় খুঁজি রাতের নিঃসীম আকাশের অজস্র তারার ভিড়ে,
নিঝুম রাতের শেষ প্রহরে নিঃশব্দ নিরবতায় ।
বৃষ্টির নির্ঝর মূর্ছনায় ভালোলাগার আবেশে –
দিশেহারা মন যখন আকুল হয় ভালবাসার ছন্দে।
ঘাসের ডগায় ভোরের স্নিগ্ধ শিশির বিন্দুর পবিত্রতায়
কোমল হাতে ছুঁয়ে যাওয়া সোনালী রবির শুভ্রতায়।
খুঁজি তোমায় ভোর উপভোগ করা চারপাশের পাখিদের কলকাকলীতে:
কোলাহল মুখরিত দুপুরে বিরহী ঘুঘুর ডাকের গভীরে।
শেষ বিকেলের গোধুলী লগ্নে নীড়ে ফেরা পাখিদের ভিড়ে-
উদাস করা নীল আকাশে খন্ড খন্ড সিদুর রাঙ্গা মেঘের ভেলায়।
স্মৃতির ক্যানভাসে আঁকা ছবিগুলির তুলির ভাঁজে,এলোমেলো হাওয়ায়
খুঁজি তোমায় তারাভরা রাতে মায়াবী আকাশের নিচে দাঁড়িয়ে থাকা-
হারানো সূরের মূর্ছনায় বিরহী গায়কের ছুঁয়ে যাওয়া বেহালায়।
কোন এক ঝুমঝুম বৃষ্টির রাতে বৃষ্টির জলের ফোঁটায়।
ব্যস্ত শহরে প্রিয় মানুষ গুলোর ভিড়ে চোখের তারায়।
চলবে ……..
০১.০৫.২০২০ ইং
দোহা, কাতার।
loading...
loading...
পরিপাটি লেখা ।
loading...
ধন্যবাদ প্রিয়।
loading...
অসাধারণ লিখেছেন।।
সু প্রভাত
loading...
অনন্ত শুভ কামনা রইল।
loading...
অনেকদিন পর আপনার লিখার দেখা পেলাম। অনেক সুন্দর। শুভেচ্ছা জানবেন মি. হামিদুর রহমান পলাশ। আশা করবো ভালো ছিলেন এবং আছেন। চলুক ধারাবাহিক।
loading...
বিভিন্ন ব্যস্ততায় আসতে পারি না। তবে কাউকে ভুলতে পারিনি। শব্দনীড়ের প্রথম পথ চলার স্মৃতি আজও আমায় টানে। আপনার প্রতি একটা কৃতজ্ঞতাবোধ ও সন্মান সব সময় আমাকে নাড়া দেয়। ভালো ছিলাম এখনও আছি আলহামদুলিল্লাহ।
দোয়া করবেন। আপনার জন্য শুভ কামনা রইল।
loading...
ভালো থাকবেন ইনশাল্লাহ। সালাম।
loading...