শিরোনামহীন ... অভিমানী

তোমায় খুঁজি রাতের নিঃসীম আকাশের অজস্র তারার ভিড়ে,
নিঝুম রাতের শেষ প্রহরে নিঃশব্দ নিরবতায় ।
বৃষ্টির নির্ঝর মূর্ছনায় ভালোলাগার আবেশে –
দিশেহারা মন যখন আকুল হয় ভালবাসার ছন্দে।
ঘাসের ডগায় ভোরের স্নিগ্ধ শিশির বিন্দুর পবিত্রতায়
কোমল হাতে ছুঁয়ে যাওয়া সোনালী রবির শুভ্রতায়।
খুঁজি তোমায় ভোর উপভোগ করা চারপাশের পাখিদের কলকাকলীতে:
কোলাহল মুখরিত দুপুরে বিরহী ঘুঘুর ডাকের গভীরে।
শেষ বিকেলের গোধুলী লগ্নে নীড়ে ফেরা পাখিদের ভিড়ে-
উদাস করা নীল আকাশে খন্ড খন্ড সিদুর রাঙ্গা মেঘের ভেলায়।
স্মৃতির ক্যানভাসে আঁকা ছবিগুলির তুলির ভাঁজে,এলোমেলো হাওয়ায়
খুঁজি তোমায় তারাভরা রাতে মায়াবী আকাশের নিচে দাঁড়িয়ে থাকা-
হারানো সূরের মূর্ছনায় বিরহী গায়কের ছুঁয়ে যাওয়া বেহালায়।
কোন এক ঝুমঝুম বৃষ্টির রাতে বৃষ্টির জলের ফোঁটায়।
ব্যস্ত শহরে প্রিয় মানুষ গুলোর ভিড়ে চোখের তারায়।

চলবে ……..
০১.০৫.২০২০ ইং
দোহা, কাতার।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৭ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ০৫-০৫-২০২০ | ৪:২৬ |

     পরিপাটি লেখা । 

    GD Star Rating
    loading...
  2. পথিক সুজন : ০৫-০৫-২০২০ | ৬:৩১ |

    অসাধারণ লিখেছেন।। 

    সু প্রভাত  

    GD Star Rating
    loading...
  3. মুরুব্বী : ০৫-০৫-২০২০ | ৮:৩৮ |

    অনেকদিন পর আপনার লিখার দেখা পেলাম। অনেক সুন্দর। শুভেচ্ছা জানবেন মি. হামিদুর রহমান পলাশ। আশা করবো ভালো ছিলেন এবং আছেন। চলুক ধারাবাহিক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • হামিদুর রহমান পলাশ : ০৫-০৫-২০২০ | ১৯:৪৯ |

      বিভিন্ন ব্যস্ততায় আসতে পারি না। তবে কাউকে ভুলতে পারিনি। শব্দনীড়ের প্রথম পথ চলার স্মৃতি আজও আমায় টানে। আপনার প্রতি একটা কৃতজ্ঞতাবোধ ও সন্মান সব সময় আমাকে নাড়া দেয়। ভালো ছিলাম এখনও আছি আলহামদুলিল্লাহ। 

      দোয়া করবেন। আপনার জন্য শুভ কামনা রইল।

      GD Star Rating
      loading...
      • মুরুব্বী : ০৫-০৫-২০২০ | ২০:১৫ |

        ভালো থাকবেন ইনশাল্লাহ। সালাম। Smile

        GD Star Rating
        loading...