আলোচনা, সমালোচনা, সমন, মিলন,
মুক্তির কত কত যুক্তি, নুয়ে না পড়ায়
আমি বন্দি!
সুখী মানুষের হাসি দিয়ে সাজানো আকাশ
তারাদের কানামাছি খেলার মায়াবী মাঠে
আমি বন্দি!
দুই নদী এই স্বর্গে, দুই নদী ওই স্বর্গে
মধ্যে থাকা “সিদরাতুল মুনতাহা”র পাতায়
আমি বন্দি!
মায়ের গর্ভের কোমল নৌকায় ঘুমিয়ে ঘুমিয়ে
১০ নম্বর বন্দরের ১০ নম্বর ঘাটে