বজ্র-মানিক দিয়ে গাঁথা
বজ্র-মানিক দিয়ে গাঁথা
আষাঢ় তোমার মালা।
তোমার শ্যামল শোভার বুকে
বিদ্যুতেরি জ্বালা।
তোমার মন্ত্রবলে
পাষাণ গলে, ফসল ফলে,
মরু বহে আনে তোমার পায়ে ফুলের ডালা।
মরমর পাতায় পাতায়
ঝরঝর বারির রবে,
গুরু গুরু মেঘের মাদল
বাজে তোমার কী উৎসবে।
সবুজ সুধার ধারায় ধারায়
প্রাণ এনে দাও তপ্ত ধরায়,
বামে রাখ ভয়ংকরী
বন্যা মরণ-ঢালা।
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সুন্দর সঙ্গীত। শুভ কামনা নিরন্তন…
একবার নয় বারবার শুনেছি গানটি। অসাধারণ। এবং অসাধারণ আপনার পছন্দ।
সবিস্তারে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। এ্যায়ছি হি রাহিয়ে স্যার।
এই গানটি আষাঢ় এ প্রকাশ করতে চেয়েছিলাম
তারপরও যে প্রকাশ হয়ে গেলো স্যার !!
আষাঢ় বলুন আর শ্রাবণ … মধূর এই সুরস্বরে আমরা মুগ্ধই হয়েছি।
প্রচন্ড খড়তাপে এ গান হৃদয়ে বর্ষার ধারা বইয়ে দিলো । অভিনন্দন কবি !