আরিয়ান নিহাল-এর ব্লগ

বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা নিয়ে অধ্যয়ন করছি পাশাপাশি বিভিন্ন সাহিত্য- সংস্কৃতি সংগঠনের সাথে আত্মার বন্ধনে আবদ্ধ আছি। উত্তরায়ণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদ চবি, তির্যক নাট্যদল, বন্ধুসভা চবি, সপ্তর্ষি তাদের মধ্যে অন্যতম। বর্তমানে উত্তরায়ণে সহ সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছি এবং আরও কয়েকটি সংগঠনের কার্যকারী সদস্য পদে আছি। আজীবন সাহিত্য ও সংস্কৃতির একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে কাজ করে যেতে চায়।

মনের জীবন
নিশ্বাস যায় যায়, ঘুরেফিরে প্রার্থনা, হাতটা পড়ে আছে পাশে, স্নায়ুতে থেমে থেমে বাঁচার আকাঙ্ক্ষা, লোভী মন, মৃত্য খণ্ডাতে একের পর এক অভিনয়, নবাগত হয়ে মরণ জয়ের নেশা, পাপ পূণ্যের পিটে ঠেসেঠুসে নতুন একটি দিন, আবার অবুঝ বাসনা, পরের দিন যে অনিন্দ্য সুন্দর! বর্ষার বিয়োগে শীতের পড়ুন
অন্যান্য | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪৩২ বার দেখা | ১০০ শব্দ
বিচ্যুতি
ঝুপ ঝুপ এক পশলা বৃষ্টির মতো রক্তের দাগ, নরকের রক্ত খাদক ; পায়ে পিটে বেড়ী, স্বর্গ থেকে ক্রমশ দুরে সরে যোজন যোজন, মানুষের ঈশ্বরকে কাছে টানতে নিজের ঈশ্বরকে বলিদান, ভিতরে ভিতরে অন্যজন করছি লালন। পর জন্মের মাঝে ব্যবচ্ছেদ টেনে, মানুষ তোমার আমার
এক পড়ুন
অন্যান্য | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৬৫৪ বার দেখা | ৮২ শব্দ
অ সুখ
আমার ভেতর তুমি, অজান্তে বেড়ে উঠা কোন রোগ, চিন্ চিন্, ধড়পড় ধড়পড়, বুকের বাঁ পাশটার জ্বালা-
ঠিক ক্যান্সারের মত, কোষ থেকে ভ্রুণে ,স্নায়ু থেকে মনে –
কিংবা বলতে পারো মরুর বুকে নতজানু উট, গৃহপালিত, শান্ত শিষ্ট, নিয়ম করে চলা। বলতে পারো একদিন, পড়ুন
কবিতা | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪৯৫ বার দেখা | ১১১ শব্দ