মাদক আর ধর্ষণ

তর্জন গর্জন প্রতিদিন ধর্ষণ,
অর্পণ দর্পণ মাদকের বর্ষণ!
নিঃশ্বাস বিশ্বাস প্রহসন আশ্বাস,
উচ্ছাস উদ্ভাস প্রাপ্তি নাভিশ্বাস!

অন্যায় বন্যায় সর্বদা তন্ময়,
অক্ষয় অব্যয় দুর্নীতি জন্মায়!
সচেতন অচেতন আস্থা বিনোদন,
পরিজন প্রতিজন স্বার্থের বিচরন!

নিরাশায় দুরাশায় প্রাণপণ পিপাসায়,
নিরালায় দ্বিধা দায় নতুনের পরিচয়।
নিস্তেজ নিঃশেষ থমথমে পরিবেশ,
অনিমেষ নানা বেশ অন্যায় পরিশেষ!

প্রহসন প্রণোদন ক্ষমতার বিকিরণ,
আয়োজন সারাক্ষণ অর্থের সমীরণ!
উদ্যত সংযত দণ্ডিত বর্জিত,
অর্জিত শংকিত বিদ্বেষ কাঙ্ক্ষিত!

লজ্জায় শয্যায় যায় যায় প্রাণ যায়,
কর্তায় বর্তায় পার পায় সস্তায়!
বন্ধন ক্রন্দন তেলবাজি মর্দন,
নিরীক্ষণ নিপীড়ন অজানায় শতজন!

আবদার যার তার হয় না মানা আর,
সমাদর মনোহর প্রয়োজন আছে যার!
অভিশাপ পরিমাপ আর শুধু পরিতাপ,
মহাপাপ করে মাফ ধ্বনিত সে বিলাপ!

অনুনয় সবীনয় প্রাণহীন পরিচয়,
অস্থায় সত্ত্বায় অন্যায় অতিকায়!
কম্পন গুঞ্জন নিয়মের খঞ্জন,
তর্জন গর্জন মাদক আর ধর্ষণ!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৭-০১-২০২০ | ১০:৫৫ |

    নিরাশায় দুরাশায় প্রাণপণ পিপাসায়,
    নিরালায় দ্বিধা দায় নতুনের পরিচয়।
    নিস্তেজ নিঃশেষ থমথমে পরিবেশ,
    অনিমেষ নানা বেশ অন্যায় পরিশেষ!

    অসাধারণ মানের একটি কবিতা হয়েছে বলে মনে করি। শুভেচ্ছা নূর ইমাম শেখ বাবু।

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ১৭-০১-২০২০ | ১৪:০৪ |

    দারুণ ছন্দ বর্ণ l শুভেচ্ছা সতত । 

    GD Star Rating
    loading...
  3. লক্ষ্মণ ভাণ্ডারী : ১৭-০১-২০২০ | ১৬:২৫ |

    সুন্দর উপস্থাপনা। ছন্দময় কাব্য পাঠে মুগ্ধ হলাম।
    আন্তরিক শুভেচ্ছা রইলো। জয়গুরু!

    GD Star Rating
    loading...